ঢাকা, শুক্রবার, মার্চ ২৯ ২০২৪,

এখন সময়: ০৪:০৪ মিঃ

উদ্বাস্তুদের তিন একর পর্যন্ত জমি দেবে মমতা

ডেস্ক নিউজ | ০১:১৯ মিঃ, নভেম্বর ২৬, ২০১৯



 উদ্বাস্তুদের তিন একর পর্যন্ত জমির মালিকানা সত্ত্ব দেয়ার ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোমবার বিকেলে মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্ন থেকে রাজ্য সরকারের পক্ষে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। কলকাতার দৈনিকগুলোতে এই খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, গতকাল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভা এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যে কেন্দ্রীয় সংস্থার ৯৭৩ একর এবং বেসরকারি সংস্থার ১১৯ একর জমিতে উদ্বাস্তুদের মালিকানা সত্ত্ব দেয়া হবে। ফলে প্রায় ১১ হাজার ৯৮৬টি পরিবারের মোট ৫৫ হাজার মানুষ উপকৃত হবেন।

সোমবার মন্ত্রিসভায় গৃহীত এই সিদ্ধান্তের ঘোষণা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার জমিতে দীর্ঘদিন ধরে যেসব উদ্বাস্তুরা বসবাস করছেন তাদের তিন একর পর্যন্ত জমির সত্ত্ব প্রদান করা হবে। মূলত এসব উদ্বাস্তু হলেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দেশটিতে আশ্রয় নেয়া বাংলাদেশি নাগরিক।

তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, ‘কেউ যদি ১২ বছর একটা জায়গায় বসবাস করেন তাহলে সেই জায়গার ওপর বসবাসকারীর একটা অধিকার জন্মায়। আর গত প্রায় ৫০ বছর ধরে উদ্বাস্তুরা এই রাজ্যে বসবাস করছেন। ভোটাধিকার বা অন্য সুযোগ-সুবিধা পেলেও এতদিন জমির অধিকার তারা পাননি।’

মমতা জানান, ‘১৯৭১ সালের মার্চ থেকে নিজের জমি কিংবা বাড়িঘর কোনো কিছুই নেই তাদের। আমরা অনেকবার কেন্দ্র সরকারকে এই সমস্যা সমাধানের কথা জানালেও তারা কোনও পদক্ষেপ নেয়নি। পাল্টা সেসব জমি থেকে উদ্বাস্তুদের উচ্ছেদের জন্য মাঝেমধ্যেই নোটিশ পাঠায়।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় উদ্বাস্তুদেরও অধিকার আছে। তাই তারা যেখানে বসবাস করছেন সেই জমির সত্ত্বাধিকার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তিন একর পর্যন্ত জমিতে এই সত্ত্ব দেয়ার সিদ্ধান্ত হয়েছে। যদি কারও কাছে এর চেয়েও বেশি জমি থাকে তাহলে সরকারিভাবে সমীক্ষা করার পর ওই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

তবে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের এমন সিদ্ধান্তের কথা জানালেও বিষয়টি বাস্তবায়িত করতে গিয়ে নানারকম সমস্যা তৈরি হতে পারে বলে ধারণা আইন বিশেষজ্ঞদের। তারা বলছেন, এভাবে কেন্দ্রীয় সংস্থার জমি অন্যের হাতে তুলে দেয়ার বিষয়ে একতরফা সিদ্ধান্ত নেওয়া যায় না। কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 15971 বার।




সর্বশেষ আপডেট

তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক