যুক্তরাজ্য নির্বাচনে কনজারভেটিভদের বড় জয়

ডেস্ক নিউজ | ০৩:৪০ মিঃ, ডিসেম্বর ১৩, ২০১৯



যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বেসরকারিভাবে ফলাফলও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। লেবারদের চেয়ে ৭৮ আসন বেশি পেয়ে বরিস জনসনের কনজারভেটিভ পার্টি বিজয়ী হয়েছে। তাই  ১০ নং ডাউনিং স্ট্রিটের বাসিন্দা পরিবর্তন হচ্ছে না। এই নির্বাচনের যাবতীয় খবর, ব্রিটিশ রাজনীতির তথ্য  ও  ব্যালট বাক্সের আলোচিত খবর ও সর্বশেষ আপডেট আপনাদের জানিয়েছে সারাবাংলার এই লাইভ ব্লগ!

পার্লামেন্টের মোট আসন ৬৫০টি, ফল ঘোষণা হয়েছে ৬৫০ টিতেই

যে দল যতগুলো আসন পেয়েছে,

লেবার পার্টি: ২০৩

কনজারভেটিভ পার্টি: ৩৫৮

স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি): ৪৮

লিবারেল ডেমোক্র্যাট (লিবডেম) পার্টি: ১১

ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি): ০৮

প্লেইড সিমরু, গ্রিন, ব্রেক্সিট পার্টি, স্বতন্ত্র ও অন্যান্য: ১৪

 

বিশেষ উক্তি

সাবেক লেবার এমপি কেট হোয়ে: ‘বুথ ফেরত জরিপ যদি সত্য হয় তাহলে মেনে নিতে হবে লেবাররা শ্রমিক শ্রেণির সমর্থন হারিয়েছে যারা ইইউ থেকে বেরিয়ে যেত চায়’।

বিবিসির পলিটিক্যাল করেসপন্ডেন্ট নিক আরডলি: ‘কনজারভেটিভরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়া মানে হচ্ছে আগামী মাসেই যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছাড়াটা প্রায় এক প্রকার নিশ্চিত হয়ে যাওয়া। বরিস তার পছন্দের বাণিজ্য চুক্তিটি পার্লামেন্টে পাস করার মতো সক্ষমতা অর্জন করবেন। লেবার পার্টির এমন অসহায় পরাজয় করবিন ও তার মিত্রদের ক্ষত আরও স্পষ্ট করে তুলবে। তারা কি করে ক্ষতি পুষাবেন তা দেখার বিষয়!’

লন্ডনের সাবেক লেবার মেয়র কেন লিভিংস্টোন: ‘ইহুদি-বিদ্বেষ নিয়ে করবিনের আরও শক্ত অবস্থান নেওয়া উচিৎ ছিল।’

কোনো দলের সরকার গঠন করতে যা প্রয়োজন

পার্লামেন্টের ৬৫০ আসনের বিপরীতে এবারের নির্বাচনে প্রার্থী সংখ্যা ৩ হাজার ২২২ জন। প্রধান রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, দ্য স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি), লিবারেল ডেমোক্র্যাটস বা ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি)’র মধ্যে যেকোনো দল ৩২৬ আসন পেলে একাই সরকার গঠন করতে পারবে। নতুবা আবারও কোয়ালিশন বা ঝুলন্ত পার্লামেন্টের মুখ দেখবে ব্রিটেনবাসী।

তথ্যসূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 15917 বার।




সর্বশেষ আপডেট

তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক