ঢাকা, শুক্রবার, মার্চ ২৯ ২০২৪,

এখন সময়: ০৬:৪৫ মিঃ

পিলখানা বিদ্রোহে খালেদা জিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন আছে : হাছান মাহমুদ

ডেস্ক নিউজ: | ১২:০১ মিঃ, ফেব্রুয়ারি ২৬, ২০২০



পিলখানা বিদ্রোহের দিন বেগম জিয়ার ভূমিকা নিয়ে নানা মহলের প্রশ্ন আছে বলে জানিয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, এ বিদ্রোহের পেছনে যারা কলকাঠি নেড়েছিল তাদের বিচারের জন্য বেগম খালেদা জিয়াসহ সেসব বিষয় তদন্তের মাধ্যমে বের হয়ে আসা প্রয়োজন বলে মনে করি। 

সচিবালয়ে মঙ্গলবার টিভি নাট্যপরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তথ্যসচিব কামরুন নাহার এ সময় উপস্থিত ছিলেন। 

‘পিলখানা হত্যাকাণ্ডের বিচার সঠিক হয়নি’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে যারা সরাসরি যুক্ত ছিল তাদের বিচার হয়েছে। কিন্তু মির্জা ফখরুল সাহেবের কথা শুনে মনে হয়, পেছনের কলকাঠির পরিচালকদের বিচারের জন্য খালেদা জিয়াসহ সেসব বিষয় তদন্তের মাধ্যমে বের হয়ে আসা প্রয়োজন। কারণ এ বিদ্রোহ যেদিন হয় সেদিন ভোরবেলা খালেদা জিয়া তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যান। আর সেই রাতে ও দিনে তিনি তারেক রহমানের সঙ্গে ৪০ বারের বেশি ফোনে কথা বলেন। এই রহস্য উন্মোচন হওয়া প্রয়োজন। 

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেবের দাবি অনুসারে আরও অধিক তদন্তের মাধ্যমে বেগম জিয়া যিনি সকাল ১১টার আগে ওঠেন না বলে প্রচলিত, তিনি কেন প্রত্যুষে উঠে চলে গেলেন, তার পলাতক পুত্রের সঙ্গে এতবার কথা বললেন তা তদন্ত করে বিচার হওয়া প্রয়োজন। 

এ সময় পিলখানা বিদ্রোহের বিচারকে সমসাময়িক বিশ্বে বৃহৎ বিচারকাজের এক অনন্য নজির হিসেবে অভিহিত করেন তথ্যমন্ত্রী। বিএনপি সবকিছুতেই ভুলক্রুটি খোঁজার চেষ্টা করে বলে এ সময় মন্তব্য করেন তিনি। 

পুরান ঢাকায় দু’জনের বাড়ি থেকে অবৈধ অর্থ উদ্ধার এবং ‘পাপিয়া’র গ্রেফতার ও তাদের সঙ্গে আওয়ামী লীগের সংস্রব নিয়ে এক প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ বলেন, যুব মহিলা লীগ থেকে ইতিমধ্যেই বক্তব্য দেয়া হয়েছে ও তাকে (পাপিয়া) দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

তিনি বলেন, সুযোগসন্ধানীরা তাদের অপকর্ম ঢাকতে রাজনৈতিক ঢাল ব্যবহার করার উদ্দেশ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এদের খুঁজে বের করে সংগঠন থেকে বের করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আর কেউ কোথাও ধরা পড়লেই তাকে আওয়ামী লীগের নেতা বানানোর বাতিক সঠিক নয়।

ডিরেক্টরস গিল্ডের সঙ্গে আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ রোধে আমরা একটি কমিটি করে দিয়েছি। এই কমিটি বিদেশি সিরিয়াল এবং আমাদের সাংস্কৃতিক প্রেক্ষাপট পরীক্ষা করে অনুমতি দেবে। একই সঙ্গে বিদেশি দ্বিতীয় গ্রেডের শিল্পী দিয়ে বিজ্ঞাপনচিত্র নির্মাণ ও তা টিভিতে প্রচারের হিড়িকের ফলে দেশের যোগ্য শিল্পী-কুশলীরা বঞ্চিত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে আগে থেকেই পৃথক কর ছিল, কিন্তু তা যথেষ্ট নয় বিধায় আমরা নতুন উদ্যোগ নিয়েছি। 

ডিরেক্টরস গিল্ড সভাপতি সালাহউদ্দীন লাভলুর নেতৃত্বে সাধারণ সম্পাদক এসএ হক অলিক, সহ-সভাপতি শহীদ রায়হান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, কার্যনির্বাহী সদস্য আরিফ আল আহনাফ ও ইসমাইল আহমেদ তালুকদার অয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেন। 

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 15939 বার।




সর্বশেষ আপডেট

তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক