ঢাকা, মঙ্গলবার, মার্চ ১৯ ২০২৪,

এখন সময়: ১১:৫০ মিঃ

নিজেদের সমস্যা দ্রুত মিটিয়ে ফেলুন : ভারতকে কাদের

ডেস্ক নিউজ: | ১২:০০ মিঃ, ফেব্রুয়ারি ২৯, ২০২০



ভারতে চলমান পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহনমন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের দিল্লি শহরে একটা অভ্যন্তরীণ সংকট চলছে। এ কথা সত্য পাশের ঘরে আগুন লাগলে সেই আগুনের আচ প্রতিবেশীর ঘরেও আসে। ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। ভারতের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক। আমরা ভারত সরকারকে বলব, দিল্লিতে যে সংকট চলছে, রক্তপাত আর না বাড়িয়ে, তাদের নিজেদের সমস্যা নিজেরা দ্রুত মিটিয়ে নেবেন। 

শুক্রবার বিকেলে রাজধানীর হাতিরপুলে ফিকামলি সেন্টারে শহীদ সেলিম-দেলোয়ারের স্মরণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। শহীদ দেলোয়ার সেলিম স্মৃতি পরিষদ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্মৃতি পরিষদের সভাপতি ড. আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেনিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। 

ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের পরম বন্ধু। ৭১ সালে রক্তের অক্ষরে রচিত বন্ধু বিসর্জন দিতে পারি না। বাংলাদেশের মুজিববর্ষের উৎসবে তাদের না রাখলে এটা হবে অকৃতজ্ঞতা। দুঃসময়ের বন্ধুদের বাদ দিয়ে আমরা মুজিববর্ষ পালন করতে পারি না। 

তিনি বলেন, আপনারা আমাদের পার্টি এবং শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে দুই মেয়রকে বিজয়ী করেছেন। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন আমরা দুজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মেয়র আপনাদের উপহার দিয়েছি। জনগণের সেবা করার জন্য দুর্নীতিবাজ সন্ত্রাসীকে মনোনয়ন দেয়া হয়নি। সাধারণ মানুষ তাদের বিভিন্ন সেবা পাবে এবং সেবামূলক কাজ রাস্তাঘাট বিদ্যুৎ-গ্যাস যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করবে তারা। ডেঙ্গু মশার কারণে গত বছর আমাদের কিছুদিন অশান্তিতে পোহাতে হয়েছে। এবার তাদের শপথ গ্রহণের সময় শেখ হাসিনা বলে দিয়েছেন এই ভোট যেন মশা খেয়ে না ফেলে এবং এটা তাদের স্মরণ করিয়ে দিয়েছেন। এখন থেকে ডেঙ্গু মশার উপদ্রব হতে পারে, এখন থেকে ঘরে ঘরে প্রস্তুতি নিতে হবে। নিজেরা প্রস্তুত হতে হবে জনগণকে প্রস্তুত করতে হবে। 

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 15971 বার।




সর্বশেষ আপডেট

বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আগামীকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ভারতে লোকসভা নির্বাচনের তফশিল ঘোষণা দেশবাসীর উদ্দেশে খোলা চিঠিতে যা লিখলেন মোদি ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই আর নেই নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো ব্যবস্থা নেই : সেতুমন্ত্রী নিত্যপণ্যের ওপর শুল্ক আরোপ না করাটাই যৌক্তিক : বাণিজ্য প্রতিমন্ত্রী ভাষাসৈনিক বিশিষ্ট আইনজীবী গোলাম আরিফ টিপুর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু মুক্তির পর প্রথম প্রকাশ্যে এলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সিন্ডিকেটের সঙ্গে বিএনপির সংযোগ আছে কি না তলিয়ে দেখতে হবে : সেতুমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ সারা বিশ্বের মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন