ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৯ ২০২৪,

এখন সময়: ০৯:২৯ মিঃ

করোনাভাইরাস মোকাবেলায় ইউপি চেয়ারম্যান-মেম্বাররা কাজ করছে : এলজিআরডি মন্ত্রী

ডেস্ক নিউজ: | ০৯:৫৩ মিঃ, মার্চ ১৮, ২০২০



সরকারের নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা করোনাভাইরাস মোকাবেলায় কাজ করছেন বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। 

তাজুল ইসলাম বুধবার সচিবালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন বর্ষা মৌসুমে ঢাকা মহানগরী ও তার আশেপাশে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণে আয়োজিত এক আন্তঃমন্ত্রনালয় সভা শেষে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় নেতৃত্ব দিচ্ছে। তাদের সঙ্গে অন্যান্য মন্ত্রণালয় সমন্বিত ভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি আরো বলেন,‘আমরা বিদেশ ফেরত প্রবাসীদের আলাদা (আইসোলেট) করে রাখতে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছি। সে নির্দেশ অনুযায়ী তারা কাজ করছেন।’

সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হেলালুদ্দীন আহমেদ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিন এ খান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাজুল ইসলাম করোনাভাইরাস মোকাবেলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেয়া পদক্ষেপ সম্পর্কে বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর ও সিটি কর্পোরেশনের মেয়রদের বিদেশ ফেরত প্রবাসীদের আইসোলেট করে রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলররা কাজ করছেন।

তাজুল বলেন, দেশে করোনাভাইরাসে ‘হোম গ্রোন এফেকটেড’ পারসন নেই। আর সরকার এই বিষয়টি নিয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সার্বক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। তাই কারো আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু মোকাবেলায় সরকারের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, আমরা আমাদের অবস্থান থেকে কাজ করছি। ঢাকার দুই সিটি কর্পোরেশনও গত বছরের মতো যে কোন ধরনের অস্বস্তিকর পরিস্থিতি যাতে না ঘটে সেজন্য কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, এডিস মশা নিধনের জন্য দুই সিটি কর্পোরেশনের কাছেই প্রয়োজনীয় কার্যকর ওষুধ মজুদ রয়েছে। শুধু এডিস মশা নয়, কিউলেক্স মশাসহ অন্য যে কোন প্রজাতির মশা নিধনের জন্যও দুই সিটি কাজ করছে।

মন্ত্রী এ বিষয়ে আরো বলেন, আমরা এ বিষয়ে কাজ করে যাচ্ছি। মশক নিধনের কাজ আরো জোরদার করা হবে। এ কার্যক্রমকে আমরা সহজভাবে গ্রহণ করছি না। কঠিন কাজ হিসেবেই গ্রহণ করেছি।
ঢাকার খালগুলোর বিষযে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঢাকার ৫০টি খালের মধ্যে ২৬টির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। বাকী ২৪ টি খালের পরিষ্কার পরিচ্ছন্ন করার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

ড্রেনেজ ব্যবস্থা নিয়ে তাজুল বলেন, রাজধানীতে জলাবদ্ধতার যে দু:খজনক রেকর্ড আছে তার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারেও আমরা কাজ করে যাচ্ছি।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 15871 বার।




সর্বশেষ আপডেট

তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক