লঞ্চগুলোকে ভাসমান হাসপাতাল করা হবে প্রয়োজনে: নৌ প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ: | ০৬:২৪ মিঃ, এপ্রিল ৪, ২০২০



নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় চাইলে যাত্রীবাহী লঞ্চগুলোকে হাসপাতাল হিসেবে ব্যবহার করতে পারবে। 

শনিবার দুপুরে ঢাকা সদরঘাটে নৌযানে করোনা সংক্রমণ প্রতিরোধে লঞ্চ মালিকদের সাথে এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

নৌ প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সংক্রমনরোধ এবং মোকাবিলা করার ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে যাত্রীবাহী লঞ্চগুলোকে ‘আইসোলেশন সেন্টার’ করার ক্ষেত্রে প্রস্তুত রাখা হয়েছে। এ ক্ষেত্রে লঞ্চ মালিকদের সম্মতি পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যাত্রীবাহী লঞ্চগুলোতে আইসোলেশন সেন্টার করা হলে উপকূলীয় অঞ্চলে যেখানে করোনা ভাইরাসের চিকিৎসা পৌঁছেনি, সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হলে এ ব্যবস্থা খুবই গুরত্বপূর্ণ হবে।

তিনি বলেন, লঞ্চের নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণে লঞ্চগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। মন্ত্রিপরিষদ বিভাগের সাথে কথা বলে লঞ্চগুলোকে কিভাবে নিরাপদ জায়গায় আনা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব।

প্রতিমন্ত্রী বলেন, আমরা নৌযান শ্রমিকদের পাশে আছি। করোনা সংক্রান্ত সংকট থেকে উত্তরণ না হওয়া পর্যন্ত সরকার নৌযান শ্রমিকদের পাশে থেকে সহযোগিতা করবে।

তিনি বলেন, লঞ্চ মালিকদের বিষয়টি সরকার নিশ্চয়ই দেখবে। সরকার রফতানি পণ্যের ক্ষেত্রে ইতিমধ্যে প্রণোদনা দিয়েছে। নৌপরিবহন সেক্টরটি খুবই গুরুত্বপূর্ণ। নৌপথে ৩৫ ভাগ পরিবহন হয়ে থাকে; পজেটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে এখাতকে দেখা হবে।

পরে প্রতিমন্ত্রী সদরঘাটে ঘাট শ্রমিকদের মাঝে ২০০ প্যাকেট নিত্য প্রয়োজনীয় খাদ্য উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, অভ্যন্তরীণ নৌযান (যাত্রী পরিবহন) সংস্থার চেয়ারম্যান মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান বাদল এবং লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি শহীদুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। 

 

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 34939 বার।




সর্বশেষ আপডেট

সবাই মিলে প্রিয় বাংলাদেশকে সাজাতে চাই: জামায়াত আমির ঐক্যের যুদ্ধে আমাদের ব্যর্থতা রয়েছে: মির্জা ফখরুল শাহবাগে গণঅভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ জুলাই গণঅভ্যুত্থানে আহতদের স্বাস্থ্যকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন সংস্কার নাকি নির্বাচন, এ জিজ্ঞাসা অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ও কূটতর্ক দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের শেষ রক্ষা হলো না বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ২৭ টাকা কেজি দরে ভারত থেকে এলো ৪৬৮ টন আলু রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না: ফখরুল বিজয় দিবসে বিএনপির একগুচ্ছ কর্মসূচি গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাস করলো জাতিসংঘ ভাসানীর সাহসী ভূমিকা আত্মনির্ভরশীল দেশ গঠনে প্রেরণা জোগাবে
Designed & Developed by TechSolutions Bangladesh