ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৯ ২০২৪,

এখন সময়: ০২:২৪ মিঃ

অর্থনীতি বাঁচাতে সীমান্ত খুলে দিতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ : | ০৪:২৬ মিঃ, এপ্রিল ১৮, ২০২০



করোনাভাইরাস মহামারিতে তৈরি হওয়া অর্থনৈতিক অচলাবস্থা কাটাতে সীমান্ত খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। আর এই সীমান্ত খুলে দেয়ার কারণে করোনা পরিস্থিতি খারাপ হলে তার দায় নিজের ওপরই বর্তাবে বলে মন্তব্য করেছেন তিনি।

এর আগে, করোনাভাইরাসের পরিস্থিতি সামলাতে লকডাউনের মতো কৌশল নিয়ে মতবিরোধের জেরে বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেন কট্টর ডানপন্থী এই প্রেসিডেন্ট। দক্ষিণ আমেরিকার বৃহৎ অর্থনীতির ক্ষতি করছে লকডাউন এবং এটি বাতিল করা উচিত- বলেন বোলসোনারো।

তিনি বলেন, রাজ্য এবং শহরগুলোতে সামাজিক দূরত্ব ও লকডাউন নিয়ে ভিন্নমত থাকলেও সেগুলো শিথিল করার সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার তার নেই। দেশটির সুপ্রিম কোর্ট লকডাউন ও সামাজিক দূরত্বের ব্যাপারে গভর্নর এবং মেয়ররাই একমাত্র সিদ্ধান্ত নিতে পারেন বলে জানানোর পর এসব কথা বলেন বোলসোনারো।

তবে দেশটির সীমান্ত খোলা না খোলার ব্যাপারে পুরো সিদ্ধান্ত প্রেসিডেন্টের। বোলসোনারো বলেন, তিনি আইনমন্ত্রী সার্জিও মোরোর সঙ্গে সীমান্ত খুলে দেয়ার ব্যাপারে আলোচনা করেছেন; বিশেষ করে উরুগুয়ে এবং প্যারাগুয়ে সীমান্ত।

নতুন স্বাস্থ্যমন্ত্রী নেলসন টেইচের অভিষেক অনুষ্ঠানে ব্রাজিলের এই প্রেসিডেন্ট বলেন, ব্যবসা-বাণিজ্য চালু করা ঝুঁকিপূর্ণ কাজ। কিন্তু আমি এটি করতে চাই। কারণ প্রাদুর্ভাব পরিস্থিতি খারাপ হলে এর দায়ভার আমার ওপরই বর্তাবে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত মাসে দেশটির সব সীমান্ত বিদেশিদের জন্য বন্ধ করে দেয়া হয়। তবে দেশটির পণ্য পরিবহনকারী যানবাহন আগের মতোই চালু আছে।

এদিকে, শুক্রবার ভেনেজুয়েলা থেকে কূটনৈতিক সব কর্মকর্তা এবং কর্মচারীকে প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল। প্রেসিডেন্ট বোলসোনারোর নির্দেশে ভেনেজুয়েলা থেকে কূটনৈতিক মিশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 15838 বার।




সর্বশেষ আপডেট

তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক