ঢাকা, শুক্রবার, মার্চ ২৯ ২০২৪,

এখন সময়: ১২:১৮ মিঃ

মোদির মন ভালো নেই : ট্রাম্প

ডেস্ক নিউজ : | ০১:২৭ মিঃ, মে ২৯, ২০২০



লাদাখে ভারত-চীন সীমান্ত ঘিরে সাম্প্রতিক দ্বন্দ্বে উত্তেজনা নিরসনে প্রয়োজনে মধ্যস্থতা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

গত বুধবার (২৭ মে) ভারত ও চীনের চলমান সীমান্ত দ্বন্দ্বে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে আমেরিকা ইচ্ছুক এবং প্রস্তুত বলে এক টুইট করেন ডোনাল্ড ট্রাম্প। ওই টুইট বার্তায় ট্রাম্প লিখেন, 'আমরা ভারত ও চীন দুই দেশকেই জানিয়েছি- তাদের মধ্যেকার ক্রমবর্ধমান সীমান্ত বিরোধের মধ্যস্থতা বা সালিশি করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম। ধন্যবাদ!'

এর একদিন পর বৃহস্পতিবার ট্রাম্প জানালেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে তার। এদিন হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ভারত ও চীন সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গে এক সাংবাদিক ট্রাম্পের মতামত জানতে চাইলে তিনি বলেন, 'ভারত ও চীনের মধ্যে বড় বিবাদ রয়েছে। দুই দেশেই ১৪০ কোটি করে মানুষ বাস করে। দুই দেশের সেনাবাহিনীও খুব শক্তিশালী। ভারত খুশি নয়, সম্ভবত চীনও খুশি নয়'।

ট্রাম্প আরও বলেন, 'আপনাদের বলতে পারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার কথা হয়েছিলো। চীনের সঙ্গে যা হচ্ছে, এ নিয়ে তিনি ভাল মেজাজে নেই'।

এদিকে ভারতের সংবাদমাধ্যমগুলো দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চলতি মাসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কোন কথা হয়নি নরেন্দ্র মোদির। সংবাদমাধ্যমগুলো জানায়, গত ৪ এপ্রিলের পর দুই নেতার মধ্যে আর কোন কথা হয়নি।

ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সর্বশেষ কথা হয়েছে গত এপ্রিলের ৪ তারিখ। ওই দিন চীন-ভারত সীমান্ত বিষয়ে নয়, ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন বিষয়ে কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, ভারত ও চীনের প্রায় ৩৫০০ কিলোমিটার সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি লাদাখ ও উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় দুই দেশই সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন বাড়িয়েছে। ভারতের সংবাদমাধ্যমগুলো প্রতিবেদনে জানিয়েছে, উপগ্রহের পাঠানো ছবিতে দেখা গেছে, লাদাখ সীমান্তে ব্যাপক সেনা তৎপরতা বাড়িয়েছে চীন। ছবিতে দেখা গেছে প্যানগং লেক থেকে ২০০ কিলোমিটার দূরে চিনা বিমান ঘাঁটিতে অস্থায়ী পরিকাঠামো নির্মাণ চলছে। এছাড়া সীমান্ত এলাকায় কয়েক হাজার সেনা বাড়িয়েছে দেশটি।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 15828 বার।




সর্বশেষ আপডেট

তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক