ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৯ ২০২৪,

এখন সময়: ০৩:১৪ মিঃ

প্রায় একযুগ পর নিজের জন্মদিন দেশে পালন করবেন শেখ হাসিনা

মনজুরুল ইসলাম মেঘ | ০২:৪১ মিঃ, সেপ্টেম্বর ২৭, ২০২০



২৮ সেপ্টেম্বর, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। দেশব্যাপী উৎসবের আমেজে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ ও ভক্ত- অনুসারীরা।

২০০৯ সালে  প্রধানমন্ত্রী হবার পর থেকে  ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছরই সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনের বার্ষিক সভায় অংশ নিতে তিনি নিউইয়র্ক শহর অবস্তান করতেন।  

এই বছর বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে জাতিসংঘের সাধারণ অধিবেশন ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হওয়ায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী অংশ গ্রহনে করায় দেশেই অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অবস্থান করায় তাঁর জন্মদিন নিয়ে ভক্ত অনুরাগী ও তাঁর দলের মধ্যে উৎসবের আমেজ চলে  এসেছে। 

আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর পাশাপাশি দেশের বিভিন্ন সংগঠন ঢাকাসহ বিভিন্ন স্থানে গোল টেবিল বৈঠক, বর্ণাঢ্য র‌্যালী, সমাবেশ, প্রধানমন্ত্রীকে নিবেদিত বইয়ের মোড়ক উন্মোচন এবং ছবি প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

এছাড়া সারা দেশের মসজিদ, মন্দির এবং গীর্জায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।

প্রধানমন্ত্রীর জন্য কেন্দ্রীয়ভাবে বায়তুল মোকারম মসজিদে একটি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ঘরে জন্মগ্রহণ করেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 15915 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক