পার্বত্য এলাকায় যুবলীগের শীতবস্ত্র বিতরণ
ডেস্ক নিউজ: | ০৮:২৩ মিঃ, জানুয়ারি ২৫, ২০২১
পার্বত্য এলাকায় যুবলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতবস্ত্র বিতরণের পর রোববার কংলাক পাহাড়, বাঘাইছড়ি, সাজেক ও রাঙ্গামাটির পার্বত্য এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন এন আই আহমেদ সৈকত।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষ ঠান্ডায় কষ্ট করছেন। সমাজের যারা বিত্তবান আছেন তারা এসব মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার হাত বাড়িয়ে দিলেও একটু ভালো থাকবেন তারা। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান তিনি। এ সময় বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান কারবারি, সাজেক হেডম্যান লাল থাং লুসাই, বিশিষ্ট ব্যাবসায়ী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 106 বার।
এ বিভাগের অন্যান্য সংবাদ
