ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৯ ২০২৪,

এখন সময়: ১২:৩১ মিঃ

রংপুর সিটি নির্বাচনে প্রার্থী জটিলতা

সংবাদ প্রতিনিধি | ১২:৩৭ মিঃ, নভেম্বর ১৮, ২০১৭



রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী জটিলতায় প্রধান তিন দল। সরফুদ্দীন আহমেদ ঝন্টুকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা দেওয়া হলেও ফরম তুলেছেন আরেক নেতা জেলা আওয়ামী লীগের সদস্য রাশেক রহমান।

যদিও তিনি বলেছেন, মনোনয়নপত্র সংগ্রহ করেননি তিনি। কে বা কারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে। দলের সিদ্ধান্তের বাইরে তিনি যাবেন না। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফার সঙ্গে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম আবদুর রউফ মানিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ১৬ নভেম্বর পর্যন্ত ১২ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপি থেকে বিগত নির্বাচনে অংশ নেওয়া কাওসার জামান বাবলা ফরম তুললেও পাঁচজনের নাম কেন্দ্রে পাঠিয়েছে জেলা বিএনপি। এখনো দলের প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। যদিও তৃণমূলের পছন্দের তালিকায় শীর্ষে থাকা কাওসার জামান বাবলাকেই মনোনয়ন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। জেলা আওয়ামী লীগ জানায়, ১১ নভেম্বর রাতে গণভবনে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ১৬ প্রার্থী এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন। পরে দলের স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক মনোনয়ন বোর্ড বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টুকে মনোনয়ন দেয়। দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপির ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য রাশেক রহমান মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দীর্ঘদিন ধরে প্রচারণা চালান। এ প্রসঙ্গে রাশেক রহমান মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি তার জানা নেই বলে জানান। তিনি বলেন, ‘আমি মনোনয়নপত্র সংগ্রহ করিনি। কারা করেছে তা-ও জানি না। দলীয় সিদ্ধান্তের বাইরে আমি যাব না। ’

জাতীয় পার্টি জানায়, মেয়র পদে দলের প্রার্থী হিসেবে মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে মনোনয়ন দিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে তারই ভাতিজা দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম আবদুর রউফ মানিক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন। দুজনই মাঠে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত হলো, শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করলে তাকে বহিষ্কার করা হবে।

এদিকে জেলা বিএনপি সূত্রে জানা গেছে, একক প্রার্থী ঠিক করতে গত কয়েক দিন যাবৎ দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপি নেতারা বৈঠক করেন। বৈঠকে দীর্ঘ আলোচনার পরও একক প্রার্থী নির্ধারণ করা সম্ভব না হওয়ায় পাঁচ নেতার নাম কেন্দ্রে পাঠানো হয়। তারা হলেন— মহানগর বিএনপির সহ-সভাপতি কাওসার জামান বাবলা, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম ও জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তৃণমূল বিএনপির সিদ্ধান্ত অনুযায়ীই প্রার্থী চূড়ান্ত করা হবে। এক্ষেত্রে কাওসার জামান বাবলাকেই তৃণমূল নেতৃত্ব সমর্থন জানিয়েছেন। কেন্দ্র থেকে শিগগিরই তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হবে।’

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 16222 বার।




সর্বশেষ আপডেট

তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক