ঢাকা, মঙ্গলবার, মার্চ ১৯ ২০২৪,

এখন সময়: ০৮:১০ মিঃ

১০ বছর পর আবারও লড়বেন রমেশ ও ফখরুল

নিজস্ব প্রতিবেদক | ০৯:৫৫ মিঃ, নভেম্বর ২৫, ২০১৮



   ১০ বছর পর ঠাকুরগাঁও-১ আসনে আবারও লড়াই হবে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান এমপি রমেশ চন্দ্র সেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রোববার আ.লীগ থেকে রমেশ চন্দ্র সেনের মনোনয়ন নিশ্চিত করার পর এমনটাই মনে করছেন স্থানীয় ভোটার। বিএনপি থেকে এ আসনে একমাত্র প্রার্থী দলটির মহাসচিব। সর্বশেষ ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এই দুই প্রার্থী।

ওইবার ৫৬ হাজার ৬৯০ ভোট বেশি পেয়ে মির্জা ফখরুলকে পরাজিত করেন রমেশ চন্দ্র সেন। ওই নির্বাচনে নৌকা প্রতীকে রমেশ চন্দ্র পেয়েছিলেন এক লাখ ৭৭ হাজার ১০১ ভোট। ধানের শীষ প্রতীকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছিলেন এক লাখ ২০ হাজার ৪১১ ভোট।


এর আগে ২০০১ সালে ৮ম সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে ৩৭ হাজার ৯৬২ ভোট বেশি পেয়ে আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেনকে পরাজিত করেন। ওই নির্বাচনে ধানের র্শীষ পেয়েছিল এক লাখ ৩৪ হাজার ৯১০ ভোট। নৌকা পেয়েছিল ৯৬ হাজার ৯৪৮ ভোট।

১৯৯৬ সালে ৭ম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে খাদেমুল ইসলাম পায় ৬২ হাজার ৭০৯ ভোট। বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম ধানের র্শীষ প্রতীক নিয়ে পেয়েছিলেন ৫৮ হাজার ৩৬৯ ভোট। ব্যবধান ছিল মাত্র ৪ হাজার ৩৪০ ভোট। আলাদা নির্বাচন করে জামায়াতের রফিকুল পান ১৭ হাজার ২ শ ৪২ ভোট । তবে জামায়াতের সঙ্গে একত্রে হিসাব করলে আরও ১৪ হাজার ভোটে এগিয়ে ছিলেন মির্জা ফখরুল ।

তারও আগে ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে খাদেমুল ইসলাম পান ৫৭ হাজার ৫৩৫ ভোট। বিএনপি থেকে মির্জা ফখরুল পেয়েছিলেন ৩৬ হাজার ৪০৬ ভোট। ব্যবধান ছিল ২১ হাজার ১২৯ ভোট। সেইবারও আলাদাভাবে নির্বাচন করে জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম পান ২৬ হাজার ৮০০ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী রেওয়ানুল হক ইদু চৌধুরী পান ২১ হাজার ৫০ ভোট।

আসন্ন ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ১০ বছর আগে হারিয়ে ফেলা আসনটি উদ্ধার করতে চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তবে থেমে নেই আওয়ামী লীগও। সদর উপজেলার ২১টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসন। এই আসনে মোট ভোটার ৪ লাখ ২১ হাজার ৬২২ জন। নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৯৬ জন পুরুষ ২ লাখ ১১ হাজার ৫২৬ জন।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 16070 বার।




সর্বশেষ আপডেট

বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আগামীকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ভারতে লোকসভা নির্বাচনের তফশিল ঘোষণা দেশবাসীর উদ্দেশে খোলা চিঠিতে যা লিখলেন মোদি ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই আর নেই নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো ব্যবস্থা নেই : সেতুমন্ত্রী নিত্যপণ্যের ওপর শুল্ক আরোপ না করাটাই যৌক্তিক : বাণিজ্য প্রতিমন্ত্রী ভাষাসৈনিক বিশিষ্ট আইনজীবী গোলাম আরিফ টিপুর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু মুক্তির পর প্রথম প্রকাশ্যে এলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সিন্ডিকেটের সঙ্গে বিএনপির সংযোগ আছে কি না তলিয়ে দেখতে হবে : সেতুমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ সারা বিশ্বের মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন