গাজীপুরে মেয়রের দায়িত্ব নিলেন কিরণ

ডেস্ক নিউজ: | ১১:১৫ মিঃ, নভেম্বর ২৯, ২০২১



গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের তিন দিনের মাথায় ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আসাদুর রহমান কিরণ। রোববার  দুপুরে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ শেষে উপস্থিত সুধীজনের উদ্দেশে কিরণ বলেন, রাস্তা প্রশস্তকরণে যারা জমি হারিয়েছেন, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। এই কাজকে অগ্রাধিকার দিয়েই নগরীকে ঢেলে সাজাতে চাই। সিটি করপোরেশনের বিধান অনুযায়ী নির্বাচনের প্রথম সভার এক মাসের মধ্যে প্যানেল মেয়র নির্বাচন করতে হয়। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় আমরা তিন বছর চেষ্টা করেও প্যানেল মেয়র নির্বাচনে ব্যর্থ হয়েছি।

নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, গত মেয়াদে ২৭ মাস ১৩ দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছি। আমি জানি কিভাবে নগরের উন্নয়ন করতে হবে। আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সব কাউন্সিলর ও নেতাকর্মীদের সহযোগিতায় গাজীপুর নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। কিরণ বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবক হিসেবে কাজ করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে। প্রধানমন্ত্রী গাজীপুর মহানগরীর উন্নয়নে প্রায় ৮ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সে অর্থ যথাযথভাবে ব্যবহার করে নগরীর সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ নজর রাখা হবে।

এর আগে কিরণ নগর ভবনে পৌঁছালে করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাকে স্বাগত  জানান। পরে নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠান শুরু। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, ২নং প্যানেল মেয়র আব্দুল আলিম মোল্লা, মহানগর যুব লীগের আহ্বায়ক কামরুল আহসান রাসেল সরকার প্রমুখ।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 608 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

১২:৩৪ মিঃ, জানুয়ারি ১৫, ২০১৯

গুলিতে নিহত বাংলাদেশির লাশ নিয়ে গেল বিএসএফ

সর্বশেষ আপডেট

মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল : ওবায়দুল কাদের প্রস্তাবিত বাজেট সার্বিকভাবে গ্রামীণবান্ধব : পরিকল্পনামন্ত্রী ভারতের ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্র এবং মানব সম্পদ মন্ত্রীর বৈঠক দায়িত্ব গ্রহণের পর প্রথম রোমানিয়ায় রাজা তৃতীয় চার্লস যারা থাকছেন এরদোগানের শপথ অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠার বাজেট : হানিফ অজাতশত্রু আফছারুল আমীনের মৃত্যু দলের জন্য ক্ষতি: হাছান মাহমুদ ইউক্রেনে রাশিয়ার জয় নিয়ে আত্মবিশ্বাসী পুতিন চীনের প্রতিরক্ষামন্ত্রীর আলোচনা প্রত্যাখান দুর্ভাগ্যজনক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার হাসিনা ও এরদোয়ানের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে অর্থনীতি প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে : স্পিকার শিশু কল্যাণ বোর্ড শিশুদের উন্নয়নে কাজ করবে : সমাজকল্যাণ মন্ত্রী সামরিক জোটের আধুনিকায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র ও জাপান লাতিন আমেরিকায় ডলার বাদ দিয়ে অভিন্ন মুদ্রা চালুর প্রস্তাব মার্কিন ভিসা নীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি : তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধে ফারুকের ভূমিকা অবিস্মরণীয় : প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান শপথ নেবেন ৩ জুন