ঢাকা, শুক্রবার, মার্চ ২৯ ২০২৪,

এখন সময়: ০৩:০৯ মিঃ

মুন্সীগঞ্জে রাসায়নিক ব্যবহার না করে জৈব সারে টমেটো চাষ

নিজস্ব প্রতিনিধি | ১১:০৯ মিঃ, জানুয়ারি ২৩, ২০১৯




টমেটো চাষে মুন্সীগঞ্জ জেলার কৃষকদের আগ্রহ বাড়ছে। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, টমেটো চাষে কৃষকরা কোনো ধরনের রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করছেন না। এর বদলে তারা ব্যবহার করছেন শুধু জৈব সার। এতে সারের পাশাপাশি কীটনাশকের কাজও হচ্ছে। এভাবে উৎপাদিত টমেটো খেলে মানুষের স্বাস্থ্যে ক্ষতিকারক কোনো প্রভাব পড়ে না। যার উল্টোটাই ঘটে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করলে। জৈব সার ব্যবহার করে টমেটো চাষের বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন জেলার কৃষি কর্মকর্তারা।

জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত মৌসুমে মুন্সীগঞ্জ জেলায় ২০৯ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছিল। চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ হেক্টর জমিতে। এখনও আবাদ কার্যক্রম অব্যাহত থাকায় তা প্রায় ৩০০ হেক্টর ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। মুন্সীগঞ্জে সোনালি, ক্যাপ্টেন, মানিক, রতন, মিন্টু সুপারসহ বিভিন্ন জাতের টমেটোর আবাদ হচ্ছে।

উপজেলার কেওয়ার গ্রামের টমেটো চাষি ঝিলু মিয়া জানান, লাভজনক হওয়ায় গত কয়েক বছর ধরে টমেটোর আবাদ বেড়েছে। টমেটো চাষে তারা কোনো ধরনের রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করেন না। এতে তাদের ফলনও ভালো হয়।

সদর উপজেলার মহাকালী ইউনিয়নের সাতানিখিল গ্রামে গিয়ে দেখা যায়, ৪৫ থেকে ৫০ জন কৃষক সারিবদ্ধভাবে টমেটো আবাদ করছেন। দু-একজন কৃষক তাদের জমির টমেটো বিক্রি করে দিলেও বেশিরভাগ কৃষকের টমেটো শুধু বিক্রির উপযোগী হতে শুরু করেছে। আর ক'দিন পরই তারা জমি থেকে টমেটো তুলে বিক্রি শুরু করবেন। পাইকাররা জমিতে এসেই টমেটো কিনে নিয়ে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জসহ ঢাকার পাইকারি আড়তে তা বিক্রি করবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবীর জানান, মুন্সীগঞ্জ সদর, গজারিয়া, টঙ্গিবাড়ী, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় এবার টমেটোর আবাদ হয়েছে বেশি। চলতি মৌসুমে ৩০০ হেক্টরের বেশি জমিতে টমেটো আবাদ হবে বলে ধারণা করা হচ্ছে। আবাদ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জেলার কৃষকরা রাসায়নিক সার এবং কীটনাশকের পরিবর্তে জৈব সার ব্যবহার করছে। ক্ষতিকারক কোনো ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার না করায় এসব টমেটো মানুষের স্বাস্থ্যের জন্য মোটেও ক্ষতিকারক নয়। এ বিষয়টি আমাদের আশাবাদী করে তুলেছে।
 

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 16404 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

০২:০৩ মিঃ, জুলাই ১৬, ২০১৯

এরশাদের মরদেহ রংপুরে

সর্বশেষ আপডেট

তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক