ঢাকা, মঙ্গলবার, মার্চ ২১ ২০২৩,

এখন সময়: ০২:০১ মিঃ

তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না : তোফায়েল আহমেদ

ডেঙ্ক নিউজ: | ০৫:০৮ মিঃ, ফেব্রুয়ারি ৫, ২০২৩



আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আর কোন দিন ফিরে আসবে না। তিনি বলেন, বাংলাদেশে কোন দিন আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না। বর্তমান ক্ষমতাশীন দলের অধিনেই সংবিধান অনুসারে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির অবাস্তব দাবির কোন মূল্য নেই। তোফায়েল আহমেদ শনিবার দুপুরে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পাকার মাথা এলাকায় এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বিএনপি একটি অত্যাচারি দল উল্লেখ করে আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, বিএনপি ২০০১ সালের পর আমাদের দলের নেতা কর্মীদের উপর অমানবিক অত্যাচার করেছে। তাদের সেই নির্যাতনের কথা এখোনো মানুষ ভোলেনি। লালমোহনে পানির মধ্যে লুকিয়ে থাকা মা-বোনদের তুলে নিয়ে নির্যাতন করেছে।তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হলে দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে বিশ্বে মর্যাদাশীল দেশ হিসাবে আমরা চিহিৃত হবো। তোফায়েল আহমেদ বলেন, এ বছর নির্বাচনের বছর। এ বছরের শেষে জাতীয় সংসদ নির্বাচন। তাই দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে। এই গ্যাস সারা বাংলাদেশে সরবরাহ করতে পারবো। বর্তমানে আমরা চাই ভোলার মানুষের প্রাণের দাবি ভোলা-বরিশাল ব্রীজ। এই সেতুটি হয়ে গেলে ঢাকা থেকে মাত্র চার ঘন্টায় ভোলায় আসা যাবে। এখানে কল-কারখানাসহ অনেক ইন্ডাস্ট্রি হবে। পরে তোফায়েল আহমেদ পরানগঞ্জ বিশ্বরোড, জংসন বাজার ও রাজাপুরে পথ সভায় বক্তব্য রাখেন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুছসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 44 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

০৫:৩০ মিঃ, জানুয়ারি ১২, ২০২২

সমালোচকদের কাছে শেখ হাসিনার পাল্টা প্রশ্ন

সর্বশেষ আপডেট

নির্বাচনের জন্য পার্লামেন্ট ভেঙে দিলেন থাই রাজা নিরাপত্তা চুক্তিতে সই করল ইরাক-ইরান দু’দেশের সম্পর্কের দৃঢ়তার প্রশংসা শি ও পুতিনের বিশ্বে বঙ্গবন্ধু সংগ্রাম, উন্নয়ন ও প্রগতির পথনির্দেশক : এনামুল হক শামীম সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে বিএনপি : ওবায়দুল কাদের রমজানে প্রতি কেজি চিনি ৫ টাকা কমে পাওয়া যাবে : বাণিজ্যমন্ত্রী মারিওপোল সফরে গিয়ে যা করলেন পুতিন সৌদি-ইরান চুক্তি ইসরাইলের জন্য অনেক কিছু জটিল করে তুলবে : হেনরি কিসিঞ্জার উন্নতি না হলে এগুলো হয় কী করে: শেখ হাসিনা মির্জা ফখরুলের অন্তরে বিষ আর বিষ : ওবায়দুল কাদের বর্তমান সরকার দল নিরপেক্ষভাবে গুণীদের মূল্যায়ন করে : তথ্যমন্ত্রী বাঙালি গুণীদের সম্মান দিতে জানে বলেই বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্বের জন্ম : সংস্কৃতি প্রতিমন্ত্রী শি জিনপিং রাশিয়া সফরে যাচ্ছেন পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আরাভ খানকে দেশে ফিরিয়ে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির স্বপ্ন দিবা স্বপ্ন হয়ে থেকে যাচ্ছে : ইনু বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই বাঙালি জাতিসত্ত্বার একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে : তথ্যমন্ত্রী জাপান সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বিএনপি ও তার মিত্ররা পেছনে টেনে না ধরলে দেশ আরও এগিয়ে যেতো : তথ্যমন্ত্রী সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে : সেতুমন্ত্রী