ঢাকা, মঙ্গলবার, মার্চ ২১ ২০২৩,

এখন সময়: ০২:০০ মিঃ

খবর পাচ্ছি বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : ওবায়দুল কাদের

ডেঙ্ক নিউজ: | ০৫:০৯ মিঃ, ফেব্রুয়ারি ৫, ২০২৩



জাতীয় নির্বাচনে প্রধান দলগুলো অংশগ্রহণ করলে ভোটার উপস্থিতি বাড়বে। আমরা খবর পাচ্ছি বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ৫ ফেব্রুয়ারি রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাদের বলেন, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না। আমরা আশাবাদী বিএনপি আগামী নির্বাচনে আসবেন। খবর পাচ্ছি বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

এসময় তিনি বলেন, জাতীয় নির্বাচনে প্রধান দলগুলো অংশগ্রহণ করলে ভোটার উপস্থিতি বাড়বে। দলটির সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনের টার্গেট ফেইল করেছে। তারা ডিসেম্বরের ১০ তারিখের হুঁশিয়ারি দিলো। ১১ জানুয়ারী এবং সর্বশেষ ৪ ফেব্রুয়ারির হুঁশিয়ারি। তারা যে টার্গেট নিয়েছে সেখানে জনগনের অংশগ্রহণ নেই।তিনি বলেন, আন্দোলন তো অনেক হলো। লংমার্চ, শর্ট মার্চ, ৫৬ হাজার বর্গমাইল খুব বেশি তো না কোথায় আর যাবেন। দেশের বাইরেও তো গেলেন লবিং করে তো লাভ হলো না।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি বলেন, এ পদে বসার যোগ্যতা আমার নেই। আমি নিজেও আগ্রহী না। আমি ছোটাছুটি করা মানুষ। আমার দায়িত্ব অসম্পূর্ণ রেখে আমি সেখানে যেতে চাই না।আওয়ামী লীগ রাজপথে আছে, আমরা নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবো। এ থেকে সরে যাবো না। বিএনপির আন্দোলন ব্যর্থ হলেই অগ্নি সন্ত্রাসের পথে হাঁটে। সেই আশঙ্কা এখনো আছে। কারণ তাদের গণসম্পৃক্ততার অভাবে সরকার পতনের টার্গেট ব্যর্থ হয়েছে।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 42 বার।




সর্বশেষ আপডেট

নির্বাচনের জন্য পার্লামেন্ট ভেঙে দিলেন থাই রাজা নিরাপত্তা চুক্তিতে সই করল ইরাক-ইরান দু’দেশের সম্পর্কের দৃঢ়তার প্রশংসা শি ও পুতিনের বিশ্বে বঙ্গবন্ধু সংগ্রাম, উন্নয়ন ও প্রগতির পথনির্দেশক : এনামুল হক শামীম সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে বিএনপি : ওবায়দুল কাদের রমজানে প্রতি কেজি চিনি ৫ টাকা কমে পাওয়া যাবে : বাণিজ্যমন্ত্রী মারিওপোল সফরে গিয়ে যা করলেন পুতিন সৌদি-ইরান চুক্তি ইসরাইলের জন্য অনেক কিছু জটিল করে তুলবে : হেনরি কিসিঞ্জার উন্নতি না হলে এগুলো হয় কী করে: শেখ হাসিনা মির্জা ফখরুলের অন্তরে বিষ আর বিষ : ওবায়দুল কাদের বর্তমান সরকার দল নিরপেক্ষভাবে গুণীদের মূল্যায়ন করে : তথ্যমন্ত্রী বাঙালি গুণীদের সম্মান দিতে জানে বলেই বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্বের জন্ম : সংস্কৃতি প্রতিমন্ত্রী শি জিনপিং রাশিয়া সফরে যাচ্ছেন পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আরাভ খানকে দেশে ফিরিয়ে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির স্বপ্ন দিবা স্বপ্ন হয়ে থেকে যাচ্ছে : ইনু বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই বাঙালি জাতিসত্ত্বার একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে : তথ্যমন্ত্রী জাপান সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বিএনপি ও তার মিত্ররা পেছনে টেনে না ধরলে দেশ আরও এগিয়ে যেতো : তথ্যমন্ত্রী সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে : সেতুমন্ত্রী