ঢাকা, মঙ্গলবার, মার্চ ২১ ২০২৩,

এখন সময়: ০১:৫৮ মিঃ

যুদ্ধের বর্ষপূর্তিতে রাশিয়ার বিরুদ্ধে আসছে বড় নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: | ০৫:১২ মিঃ, ফেব্রুয়ারি ৫, ২০২৩



আসছে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনে বর্ষপূর্তি হতে যাচ্ছে। গত বছরের এই দিনে প্রতিবেশী দেশটিতে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের বছর পূর্তিতে মস্কোর বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার ইইউ ও ইউক্রেনের মধ্যকার সম্মেলনে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে। ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেন রাশিয়ার বিরুদ্ধে ২৭ দেশের সংস্থাটির পক্ষ থেকে নিষেধাজ্ঞার ১০ম প্যাকেজ ঘোষণার কথা জানিয়েছেন। সম্মেলন শেষে কিয়েভে এক যৌথ সংবাদ সম্মেলনে রেকর্ড করা বক্তব্যে তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার ১০ম প্যাকেজ আরোপের প্রক্রিয়া চলছে। আগামী ২৪ ফেব্রুয়ারি আমরা তা ঘোষণা করব।’ সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত ছিলেন।

উরসুলা তার বক্তব্যে জোর দিয়ে বলেন, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইইউ ইতোমধ্যে যে নিষেধাজ্ঞা মস্কোর বিরুদ্ধে দিয়েছে; তার জন্য রাশিয়ান অর্থনীতিকে চরম মূল্য দিতে হচ্ছে। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে অর্থাৎ যুদ্ধের এক বছরের মাথায় নিষেধাজ্ঞার নতুন যে প্যাকেজ কার্যকর হতে যাচ্ছে, তা প্রায় ১ হাজার ৮০ কোটি ডলার মূল্যমানের।‘এটি একটি বিশাল প্যাকেজ’ উল্লেখ করে তিনি বলেন, এই প্যাকেজে রাশিয়া ওপর আরও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা থাকছে। বিশেষ করে দেশটির ড্রোন উৎপাদন কিংবা ইরান থেকে ড্রোন সংগ্রহের বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।এক বছর আগে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে অসংখ্য অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক ও অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইইউ। তবে এখন পর্যন্ত ইউক্রেনের মিত্ররা প্রত্যাশা অনুযায়ী রাশিয়াকে কাবু করতে পারেনি বলেই মনে করছেন বিশ্লেষকরা। বরং মস্কোর দাবি, পশ্চিমাদের নানা সহায়তার কারণেই ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 43 বার।




সর্বশেষ আপডেট

নির্বাচনের জন্য পার্লামেন্ট ভেঙে দিলেন থাই রাজা নিরাপত্তা চুক্তিতে সই করল ইরাক-ইরান দু’দেশের সম্পর্কের দৃঢ়তার প্রশংসা শি ও পুতিনের বিশ্বে বঙ্গবন্ধু সংগ্রাম, উন্নয়ন ও প্রগতির পথনির্দেশক : এনামুল হক শামীম সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে বিএনপি : ওবায়দুল কাদের রমজানে প্রতি কেজি চিনি ৫ টাকা কমে পাওয়া যাবে : বাণিজ্যমন্ত্রী মারিওপোল সফরে গিয়ে যা করলেন পুতিন সৌদি-ইরান চুক্তি ইসরাইলের জন্য অনেক কিছু জটিল করে তুলবে : হেনরি কিসিঞ্জার উন্নতি না হলে এগুলো হয় কী করে: শেখ হাসিনা মির্জা ফখরুলের অন্তরে বিষ আর বিষ : ওবায়দুল কাদের বর্তমান সরকার দল নিরপেক্ষভাবে গুণীদের মূল্যায়ন করে : তথ্যমন্ত্রী বাঙালি গুণীদের সম্মান দিতে জানে বলেই বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্বের জন্ম : সংস্কৃতি প্রতিমন্ত্রী শি জিনপিং রাশিয়া সফরে যাচ্ছেন পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আরাভ খানকে দেশে ফিরিয়ে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির স্বপ্ন দিবা স্বপ্ন হয়ে থেকে যাচ্ছে : ইনু বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই বাঙালি জাতিসত্ত্বার একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে : তথ্যমন্ত্রী জাপান সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বিএনপি ও তার মিত্ররা পেছনে টেনে না ধরলে দেশ আরও এগিয়ে যেতো : তথ্যমন্ত্রী সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে : সেতুমন্ত্রী