বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
ডেঙ্ক নিউজ: | ০৫:১২ মিঃ, ফেব্রুয়ারি ৫, ২০২৩
শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারে সময়োপযোগী সহায়তার জন্য বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ৪ ফেব্রুয়ারি শনিবার শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে দেশটির প্রেসিডেন্টের সচিবালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।
একই দিনে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন আব্দুল মোমেন। বৈঠকে উভয়পক্ষ অগ্রাধিকারমূলক বাণিজ্য আলোচনা, ব্যবসা ও বিনিয়োগে সহযোগিতা, পর্যটনসহ কানেক্টিভিটির ওপর বিশেষ জোর দেয়। পররাষ্ট্রমন্ত্রী মোমেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা-কলম্বো বিমানভাড়া কমানো ও জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির অনুরোধ করেন।
মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 48 বার।