ঢাকা, মঙ্গলবার, মার্চ ২১ ২০২৩,

এখন সময়: ১২:২২ মিঃ

পশ্চিমাদের সতর্ক করলেন সৌদির মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: | ০৪:৩৯ মিঃ, ফেব্রুয়ারি ৬, ২০২৩



রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইস্যুতে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছেন সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান আল সৌদ। তিনি বলেছেন, মস্কোর বিরুদ্ধে যেভাবে নিয়ন্ত্রণমূলক তেল নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, তার ফলাফল ভালো হবে না। ভবিষ্যতে চাহিদার বিপরীতে সরবরাহ কমে গেলে প্রয়োজনের সময় তারাই জ্বালানি পাবে না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি রাজধানী রিয়াদে শিল্প বিষয়ক এক সম্মেলনে প্রিন্স আব্দুল আজিজ সতর্ক করে বলেন, যখন জ্বালানির চাহিদা বেড়ে যাবে তখন  রাশিয়ার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা ব্যাকফায়ার (হীতে বিপরীত) হবে।তিনি বলেন, তারা যেভাবে স্যাংশন ও এমবার্গো দিচ্ছে, তাতে সরবরাহ কমে গেলে তাদের প্রয়োজনের সময় জ্বালানি পাবে না পশ্চিমা দেশগুলো।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে  মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তাদের নিষেধাজ্ঞার অন্যতম টার্গেট হলো রাশিয়ার জ্বালানি খাত। যাতে মস্কোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা যায়। কিন্তু এখন পর্যন্ত পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়া ততটা কাবু হয়নি বলেই মনে হয়।বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেকের অন্যতম দুই সদস্য সৌদি আরব ও রাশিয়া। এর আগে গত বছর পশ্চিমা জোট রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দিলে ওপেক তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়। ওই সময় যু্ক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করে সৌদি আরব। যা নিয়ে রিয়াদ ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন শুরু হয়। সৌদি মন্ত্রীর সর্বশেষ এই হুঁশিয়ারি সেই টানাপোড়নে নতুন মাত্রা যুক্ত করতে পারে। 

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 46 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

০৬:০৬ মিঃ, জানুয়ারি ১১, ২০২১

করোনার টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন বাইডেন

সর্বশেষ আপডেট

নির্বাচনের জন্য পার্লামেন্ট ভেঙে দিলেন থাই রাজা নিরাপত্তা চুক্তিতে সই করল ইরাক-ইরান দু’দেশের সম্পর্কের দৃঢ়তার প্রশংসা শি ও পুতিনের বিশ্বে বঙ্গবন্ধু সংগ্রাম, উন্নয়ন ও প্রগতির পথনির্দেশক : এনামুল হক শামীম সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে বিএনপি : ওবায়দুল কাদের রমজানে প্রতি কেজি চিনি ৫ টাকা কমে পাওয়া যাবে : বাণিজ্যমন্ত্রী মারিওপোল সফরে গিয়ে যা করলেন পুতিন সৌদি-ইরান চুক্তি ইসরাইলের জন্য অনেক কিছু জটিল করে তুলবে : হেনরি কিসিঞ্জার উন্নতি না হলে এগুলো হয় কী করে: শেখ হাসিনা মির্জা ফখরুলের অন্তরে বিষ আর বিষ : ওবায়দুল কাদের বর্তমান সরকার দল নিরপেক্ষভাবে গুণীদের মূল্যায়ন করে : তথ্যমন্ত্রী বাঙালি গুণীদের সম্মান দিতে জানে বলেই বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্বের জন্ম : সংস্কৃতি প্রতিমন্ত্রী শি জিনপিং রাশিয়া সফরে যাচ্ছেন পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আরাভ খানকে দেশে ফিরিয়ে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির স্বপ্ন দিবা স্বপ্ন হয়ে থেকে যাচ্ছে : ইনু বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই বাঙালি জাতিসত্ত্বার একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে : তথ্যমন্ত্রী জাপান সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বিএনপি ও তার মিত্ররা পেছনে টেনে না ধরলে দেশ আরও এগিয়ে যেতো : তথ্যমন্ত্রী সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে : সেতুমন্ত্রী