ঢাকা, মঙ্গলবার, মার্চ ২১ ২০২৩,

এখন সময়: ১২:২১ মিঃ

ঢাকায় পৌঁছেছেন বেলজিয়ামের রানি

ডেঙ্ক নিউজ: | ০৪:৪০ মিঃ, ফেব্রুয়ারি ৬, ২০২৩



তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে ম্যারি ক্রিস্টিন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট (দূত) হিসেবে বাংলাদেশ সফরে এলেন মাথিল্ডে। তিনি বেলজিয়ামের প্রথম রানি যিনি ঢাকা সফরে এসেছেন। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছিল, রানি মাথিল্ডে বাংলাদেশ সফরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হবে। বাংলাদেশ সফরে রানি মাথিল্ডে একটি গার্মেন্টস কারখানা পরিদর্শন করবেন। তিনি ওই কারখানার কর্মীদের সঙ্গে কথা বলে তাদের অবস্থান সম্পর্কে জানবেন। এছাড়া নারায়ণগঞ্জে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনিসেফের পরিচালিত একটি স্কুল পরিদর্শন করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, চট্টগ্রামের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন রানি মাথিল্ডে, সেখানে তিনি নারী রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে আলাপ করবেন। এছাড়া তিনি খুলনায় যাবেন। সেখানে ইউএনডিপির ওয়াটার সেক্টরের একটি প্রজেক্ট পরিদর্শন করে এর সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন। মাথিল্ডে তাদের কাছে জানতে চাইবেন কীভাবে ওই প্রকল্প থেকে তারা সুবিধা পাচ্ছেন। উল্লেখ্য, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ১৭ জন বিশিষ্ট ব্যক্তিকে এসডিজির অ্যাডভোকেট হিসেবে মনোনয়ন করেছেন।  যারা তাদের প্রভাব কাজে লাগিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে ভূমিকা রাখছেন। জাতিসংঘের এসডিজি অ্যাডভোকেটদের মধ্যে রানি মেথেল্ডি ছাড়াও রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, শান্তিতে নোবেলজয়ী ভারতের কৈলাশ সত্যার্থী ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 51 বার।




সর্বশেষ আপডেট

নির্বাচনের জন্য পার্লামেন্ট ভেঙে দিলেন থাই রাজা নিরাপত্তা চুক্তিতে সই করল ইরাক-ইরান দু’দেশের সম্পর্কের দৃঢ়তার প্রশংসা শি ও পুতিনের বিশ্বে বঙ্গবন্ধু সংগ্রাম, উন্নয়ন ও প্রগতির পথনির্দেশক : এনামুল হক শামীম সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে বিএনপি : ওবায়দুল কাদের রমজানে প্রতি কেজি চিনি ৫ টাকা কমে পাওয়া যাবে : বাণিজ্যমন্ত্রী মারিওপোল সফরে গিয়ে যা করলেন পুতিন সৌদি-ইরান চুক্তি ইসরাইলের জন্য অনেক কিছু জটিল করে তুলবে : হেনরি কিসিঞ্জার উন্নতি না হলে এগুলো হয় কী করে: শেখ হাসিনা মির্জা ফখরুলের অন্তরে বিষ আর বিষ : ওবায়দুল কাদের বর্তমান সরকার দল নিরপেক্ষভাবে গুণীদের মূল্যায়ন করে : তথ্যমন্ত্রী বাঙালি গুণীদের সম্মান দিতে জানে বলেই বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্বের জন্ম : সংস্কৃতি প্রতিমন্ত্রী শি জিনপিং রাশিয়া সফরে যাচ্ছেন পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আরাভ খানকে দেশে ফিরিয়ে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির স্বপ্ন দিবা স্বপ্ন হয়ে থেকে যাচ্ছে : ইনু বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই বাঙালি জাতিসত্ত্বার একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে : তথ্যমন্ত্রী জাপান সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বিএনপি ও তার মিত্ররা পেছনে টেনে না ধরলে দেশ আরও এগিয়ে যেতো : তথ্যমন্ত্রী সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে : সেতুমন্ত্রী