ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ৭ ২০২৩,

এখন সময়: ১২:০৮ মিঃ

নির্বাচন পর্যন্ত সারা দেশে প্রতিদিন কর্মসূচি থাকবে : ওবায়দুল কাদের

ডেঙ্ক নিউজ: | ০৪:৩৪ মিঃ, ফেব্রুয়ারি ৭, ২০২৩



আগামী নির্বাচন পর্যন্ত সারা দেশে প্রতিদিনই আওয়ামী লীগের কর্মসূচি থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জাতীয় নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচন পর্যন্ত সারা দেশে প্রতিদিনই কর্মসূচি থাকবে। মহানগর থেকে ওয়ার্ড পর্যন্ত প্রতিদিনই কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ। কর্মসূচির নামে কোনো সংঘাতে যাচ্ছে না আওয়ামী লীগ।’এ সময় ঢাকার বায়ু দূষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের। সড়কে নিয়মিত পানি দিতে সিটি করপোরেশনকে আহ্বান জানান তিনি।

তবে বর্তমানে যেভাবে পানি দেয়া হচ্ছে, সেটি আরও বিপজ্জনক বলে মনে করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘আজ সকালেই দেখেছি দুইটা মোটরসাইকেল বিজয় স্মরণী থেকে ফার্মগেটের মধ্যে দুর্ঘটনার কবলে পড়েছে।’মন্ত্রী আরও বলেন, ‘রাস্তা ঠিক না করে পানি দেয়ায় আরও ক্ষতি হচ্ছে। এতে রাস্তা কাঁদা হয়ে যাচ্ছে। ফলে কাঁদা ছিটকে পথচারীর পোশাক নষ্ট হয়ে যাচ্ছে। সড়কে শৃঙ্খলা ফেরানো সরকারের প্রায়োরিটি। শৃঙ্খলা না থাকলে কোনো প্রকল্পই কাজে আসবে না।’এদিকে মঙ্গলবার সংসদীয় দলের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের এজেন্ডা উঠতে পারে বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান ওবায়দুল কাদের।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 145 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

০৩:৩৮ মিঃ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা রাত ৮টায়

সর্বশেষ আপডেট

পিসিটি পরিচালনা চুক্তি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে : প্রধানমন্ত্রী দলের নেতাকর্মীর দল বা নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই : কৃষিমন্ত্রী রমজান উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী নির্বাচনকে অস্থিতিশীল করতে একটি পক্ষ সচেষ্ট থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী ১৪ দল নৌকা প্রতীকে জোটগতভাবে নির্বাচন করবে : হাসানুল হক ইনু জামায়াতের সহায়তায় সারা দেশে নাশকতার পরিকল্পনা বিএনপির : ওবায়দুল কাদের সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফরে যাচ্ছেন পুতিন নেতৃত্ব অন্যের হাতে চলে যাওয়ার ভয়ে নির্বাচন চায় না তারেক জিয়া : কৃষিমন্ত্রী বিএনপি চরম মানবাধিকার লঙ্ঘনকারী : তথ্যমন্ত্রী জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিক এর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ আমাদের সবসময় সাহস জোগায় : প্রধানমন্ত্রী ইউক্রেনকে সাহায্য করার মতো আর কোনও অর্থ নেই : হোয়াইট হাউস সৈন্য প্রত্যাহারে ভারত সম্মত : মালদ্বীপ আওয়ামী লীগের এককভাবে নির্বাচন করার সক্ষমতা আছে : তথ্যমন্ত্রী আজকালের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত : ওবায়দুল কাদের সাকিবকে সর্বোচ্চ সহযোগিতা করব: সাইফুজ্জামান শিখর জোটবদ্ধ হয়ে ভোট, আসন সমন্বয় হবে: তথ্যমন্ত্রী গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচন করবেন শেখ হাসিনা নোয়াখালী-৫ আমি নিজেই : ওবায়দুল কাদের