জাপান সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ: | ১১:১২ মিঃ, মার্চ ১৭, ২০২৩



দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইওল বৃহস্পতিবার জাপান সফরে এসেছেন। সম্পর্কে নতুন অধ্যায় সূচনাই তার এ সফরের লক্ষ্য। খবর এএফপি’র। এদিকে তার সফরের কয়েক ঘন্টা আগে উত্তর কোরিয়া দূর পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। চলতি সপ্তাহে এটি তাদের তৃতীয় ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ। উত্তর কোরিয়ার ঘন ঘন পরমাণু অস্ত্র পরীক্ষার কারনে আঞ্চলিক নিরাপত্তার হুমকি মোকাবেলায় জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের মতপার্থক্য দূর করে ঐক্যফ্রন্ট তৈরির চেষ্টা করছে।ইয়নের সফরের আগে সিউল চলতি মাসে জাপানের যুদ্ধকালে জোরপূর্বক শ্রমের শিকার কোরীয় ক্ষতিগ্রস্তদের টোকিওর প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়াই ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।বিভিন্ন সংবাদ মাধ্যমে ইয়নের সফরের মধ্যদিয়ে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারের আভাস পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মে মাসে হিরোশিমায় অনুষ্ঠেয় জি-৭ সম্মেলনে যোগ দিতে ইয়নকে জাপানের প্রধানমন্ত্রী সম্ভাব্য আমন্ত্রণ এবং এরপর তার সিউল সফর।গতবছর নির্বাচনের পর ইয়ন স্পষ্ট করে বলেছেন, জাপানের সাথে সম্পর্ক পুন:প্রতিষ্ঠাকে তিনি অগ্রাধিকার দেবেন।

ইয়ন তার দ’ুদিনের সফরকে দু’দেশের সম্পর্ককে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।উল্লেখ্য, গত ১২ বছরে দ’ুদেশের শীর্ষ নেতৃত্ব পর্যায়ে এ প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সফর শুরুর আগে চলতি সপ্তাহে এক সাক্ষাতকারে ইয়ন বলেছেন, ‘কোরীয়-জাপান সম্পর্কে নতুন অধ্যায় সূচনায় জাপান সরকার যোগ দেবে বলে আমি আস্থাশীল।’কিন্তু, দ’ুদেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিহাস এক বড়ো বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। বিশেষকরে যুদ্ধকালীন যৌনদাসীদের ব্যবহার, যাদের ‘কমফোর্ট উইমেন’ বলা হয় এবং জোরপূর্বক শ্রমসহ জাপানের ৩৫ বছরের ঔপনিবেশিক শাসনের সময় সংঘটিত নৃশংসতা উল্লেখযোগ্য।এছাড়া ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার আদালত জাপানী সংস্থাগুলোকে জোরপূর্বক শ্রমের শিকার ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশের পর দু’দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 64 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল : ওবায়দুল কাদের প্রস্তাবিত বাজেট সার্বিকভাবে গ্রামীণবান্ধব : পরিকল্পনামন্ত্রী ভারতের ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্র এবং মানব সম্পদ মন্ত্রীর বৈঠক দায়িত্ব গ্রহণের পর প্রথম রোমানিয়ায় রাজা তৃতীয় চার্লস যারা থাকছেন এরদোগানের শপথ অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠার বাজেট : হানিফ অজাতশত্রু আফছারুল আমীনের মৃত্যু দলের জন্য ক্ষতি: হাছান মাহমুদ ইউক্রেনে রাশিয়ার জয় নিয়ে আত্মবিশ্বাসী পুতিন চীনের প্রতিরক্ষামন্ত্রীর আলোচনা প্রত্যাখান দুর্ভাগ্যজনক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার হাসিনা ও এরদোয়ানের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে অর্থনীতি প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে : স্পিকার শিশু কল্যাণ বোর্ড শিশুদের উন্নয়নে কাজ করবে : সমাজকল্যাণ মন্ত্রী সামরিক জোটের আধুনিকায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র ও জাপান লাতিন আমেরিকায় ডলার বাদ দিয়ে অভিন্ন মুদ্রা চালুর প্রস্তাব মার্কিন ভিসা নীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি : তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধে ফারুকের ভূমিকা অবিস্মরণীয় : প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান শপথ নেবেন ৩ জুন