নির্বাচনের জন্য পার্লামেন্ট ভেঙে দিলেন থাই রাজা

ডেস্ক নিউজ: | ০৭:১৩ মিঃ, মার্চ ২০, ২০২৩



থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন দেশটিতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার একটি ডিক্রি অনুমোদন করেছেন। সোমবার রয়াল গেজেটের একটি ঘোষণা অনুসারে, আগামী মে মাসে দেশটিতে সাধারণ নির্বাচন হতে পারে বলে আশা করা হচ্ছে। এতে থাই রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব হ্রাসের সম্ভাবনা তৈরি হয়েছে।

সোমবার প্রকাশিত ডিক্রিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তের অর্থ ‘রাষ্ট্রপ্রধান হিসেবে রাজার সঙ্গে গণতান্ত্রিক সরকার অব্যাহত রাখার জন্য জনগণের কাছে দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া।’ পার্লামেন্ট ভেঙে যাওয়ার ৪৫ থেকে ৬০ দিন পর নির্বাচন করার নিয়ম রয়েছে। নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা না হলেও দিনের শুরুতে উপপ্রধানমন্ত্রী উইসানু ক্রি-এনগাম বলেছিলেন, যদি সোমবার পার্লামেন্ট ভেঙে দেওয়া হয় তাহলে সম্ভবত ১৪ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

থাইল্যান্ডের আগামী নির্বাচনে ধনকুবের সিনাওয়াত্রা পরিবার এবং দেশটির রক্ষণশীল সামরিকপন্থীর মধ্যে দীর্ঘস্থায়ী রাজনৈতিক লড়াই দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের মেয়ে পাইটংটার্ন সিনাওয়াত্রা মতামত জরিপে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। সপ্তাহান্তে প্রকাশিত একটি জরিপে তার সমর্থন ১০ পয়েন্ট বেড়ে ৩৮ দশমিক ২ শতাংশে পৌঁছেছে।

অন্যদিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (এনআইডিএ) জরিপে প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চা, যিনি ফেউ থাই সরকারের বিরুদ্ধে ২০১৪ সালের অভ্যুত্থানের পর থেকে ক্ষমতায় রয়েছেন, তিনি ১৫.৬৫ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। ৬৮ বছর বয়সী প্রায়ুত নির্বাচনের আগ পর্যন্ত থাইল্যান্ডের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নেতৃত্ব দেবেন। পার্লামেন্ট বিলুপ্তির পর একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি আনন্দিত যে আমি ভালো কিছু তৈরি করেছি, দেশের জন্য রাজস্ব তৈরি করেছি, শিল্প তৈরি করেছি। সেখানে প্রচুর বিনিয়োগ হয়েছে।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 66 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

১১:১৯ মিঃ, ডিসেম্বর ২৩, ২০১৮

ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহত ৪৩, আহত ৫৮৪

১২:৩২ মিঃ, মে ২৯, ২০২০

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যা

সর্বশেষ আপডেট

মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল : ওবায়দুল কাদের প্রস্তাবিত বাজেট সার্বিকভাবে গ্রামীণবান্ধব : পরিকল্পনামন্ত্রী ভারতের ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্র এবং মানব সম্পদ মন্ত্রীর বৈঠক দায়িত্ব গ্রহণের পর প্রথম রোমানিয়ায় রাজা তৃতীয় চার্লস যারা থাকছেন এরদোগানের শপথ অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠার বাজেট : হানিফ অজাতশত্রু আফছারুল আমীনের মৃত্যু দলের জন্য ক্ষতি: হাছান মাহমুদ ইউক্রেনে রাশিয়ার জয় নিয়ে আত্মবিশ্বাসী পুতিন চীনের প্রতিরক্ষামন্ত্রীর আলোচনা প্রত্যাখান দুর্ভাগ্যজনক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার হাসিনা ও এরদোয়ানের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে অর্থনীতি প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে : স্পিকার শিশু কল্যাণ বোর্ড শিশুদের উন্নয়নে কাজ করবে : সমাজকল্যাণ মন্ত্রী সামরিক জোটের আধুনিকায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র ও জাপান লাতিন আমেরিকায় ডলার বাদ দিয়ে অভিন্ন মুদ্রা চালুর প্রস্তাব মার্কিন ভিসা নীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি : তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধে ফারুকের ভূমিকা অবিস্মরণীয় : প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান শপথ নেবেন ৩ জুন