পূর্ব তিমুরের স্বাধীনতার নায়ক গুসমাওয়ের দল সংসদ নির্বাচনে জয়ী

আন্তর্জাতিক ডেস্ক: | ১০:০৩ মিঃ, মে ২৪, ২০২৩



পূর্ব তিমুরের স্বাধীনতার সংগ্রামের নায়ক জানানা গুসমাও-এর দল সংসদ নির্বাচনে জয়লাভ করেছে তবে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিক ফলাফলে এ তথ্য দেখা গেছে।নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিরোধী ন্যাশনাল কংগেস ফর তিমোরিজ রিকনস্ট্রাকশন (সিএনআরটি) ৪১.৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ক্ষমতাসীন জোট ২৫.৭ শতাংশ ভোট পেয়েছে। খবর এএফপি’র। যদি কোন দলই নিরঙ্কুশ বিজয় অর্জন করতে না পারে তাহলে সংবিধান অনুযায়ী সবচেয়ে বেশি ভোট পাওয়া দল জোট গঠনের সুযোগ পাবে। রোববারের নির্বাচনের ফলাফল অনুযায়ী পূর্ব তিমুরের প্রথম প্রেসিডেন্ট ৭৬ বছর বয়সী গুসমাও জোট গঠন করতে পারলে তার ক্ষমতায় ফিরে আসার পথ মসৃণ হবে। এশিয়ার নবীন দেশটির দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটানোর আশায় ভোটাররা সংসদে ৬৫টি আসনের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ‘সিএনআরটি’ ৩১টি আসনে জয় লাভ করেছে।

স্বাধীনতার দুই দশকেরও বেশি সময় পরে, পূর্ব তিমুর কভিড-১৯ মহামারি ও বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ের পর এখনও দারিদ্র্যের সাথে লড়াই করছে। ২০২১ সালেন ঘূর্ণিঝড়ে দেশটিতে কমপক্ষে ৪০ জন মারা যায়। সাবেক পর্তুগিজ উপনিবেশটির বাজেট তেল রাজস্বের উপর অনেকটাই নির্ভরশীল। তবে বিদ্যমান জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলো থেকে আয় শিগগির শেষ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।রোববারের নির্বাচনের পর পরবর্তী সরকার দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই ও অবকাঠামো উন্নয়নে মনোযোগ দেবে বলে অনেকেই আশা করছেন।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 41 বার।




সর্বশেষ আপডেট

মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল : ওবায়দুল কাদের প্রস্তাবিত বাজেট সার্বিকভাবে গ্রামীণবান্ধব : পরিকল্পনামন্ত্রী ভারতের ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্র এবং মানব সম্পদ মন্ত্রীর বৈঠক দায়িত্ব গ্রহণের পর প্রথম রোমানিয়ায় রাজা তৃতীয় চার্লস যারা থাকছেন এরদোগানের শপথ অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠার বাজেট : হানিফ অজাতশত্রু আফছারুল আমীনের মৃত্যু দলের জন্য ক্ষতি: হাছান মাহমুদ ইউক্রেনে রাশিয়ার জয় নিয়ে আত্মবিশ্বাসী পুতিন চীনের প্রতিরক্ষামন্ত্রীর আলোচনা প্রত্যাখান দুর্ভাগ্যজনক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার হাসিনা ও এরদোয়ানের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে অর্থনীতি প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে : স্পিকার শিশু কল্যাণ বোর্ড শিশুদের উন্নয়নে কাজ করবে : সমাজকল্যাণ মন্ত্রী সামরিক জোটের আধুনিকায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র ও জাপান লাতিন আমেরিকায় ডলার বাদ দিয়ে অভিন্ন মুদ্রা চালুর প্রস্তাব মার্কিন ভিসা নীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি : তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধে ফারুকের ভূমিকা অবিস্মরণীয় : প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান শপথ নেবেন ৩ জুন