এরদোগানকে মোদির শুভেচ্ছা
আন্তর্জাতিক ডেস্ক: | ০৬:৫৬ মিঃ, মে ২৯, ২০২৩
আবারও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দেয়া এ নির্বাচনে ২০ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট এরদোগান প্রতিপক্ষ কেমাল কিলিচদারোগলুকে হারিয়ে বেসরকারিভাবে আবারও দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ২৮ মে রোববার দ্বিতীয় ধাপের এ নির্বাচনে ভোট গণনার শুরুতে কেমাল এরদোগানের থেকে অনেক পেছনে পড়ে থাকলেও পরে ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হন। তবে সব ভোট গণনার পর শেষ হাসি হাসেন এরদোগান।
এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোগানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। ২৯ মে সোমবার এক টুইট বার্তায় নরেদ্র মোদি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোগানকে অভিনন্দন। আমি নিশ্চিত যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা আগামীতে আরও জোরদার হবে।
মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 153 বার।