দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর
ডেস্ক নিউজ: | ০২:১৮ মিঃ, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, দারিদ্র্য যেন কোন মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়। মন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে শিক্ষার্থীদেরকে মেধাবৃত্তি ও উপবৃত্তি দিচ্ছেন, যে কারণে ক্রমাগত ঝরে পড়ার হার কমছে। মন্ত্রী শিক্ষার সমান সুযোগ তৈরিতে বর্তমান সরকারের অবস্থান উল্লেখ করে বলেন, যতবার আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার দিয়েছে ততবারই শিক্ষার ক্ষেত্রে এ কথাটি থাকে, 'দারিদ্র যেন কোন মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়'। অর্থাৎ সেখানে রাষ্ট্রের দায়িত্ব আছে।
তিনি বলেন, রাষ্ট্র সবসময় পুরোটা করতে পারেনা, সেখানে বেসরকারি পর্যায় থেকে, সাধারণ মানুষের পর্যায় থেকে যাদের সক্ষমতা আছে তাদের এগিয়ে আসতে হবে। এরপর মন্ত্রী মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন। অনুষ্ঠানে সংগঠনটির পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ, অংশীজন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 49 বার।