ঢাকা, মঙ্গলবার, মার্চ ১৯ ২০২৪,

এখন সময়: ০৮:৫২ মিঃ

ষষ্ঠ পর্ব : ভারতের লোকসভা নির্বাচনের ভোট হচ্ছে

ডেস্ক নিউজ | ০৪:০৩ মিঃ, মে ১২, ২০১৯



ডেস্ক নিউজ : ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বে রাজধানী দিল্লি ও ছয়টি রাজ্যের মোট ৫৯টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে।

রোববার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, অধিকাংশ আসনেই সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

এ পর্বে উত্তর প্রদেশের ১৪টি আসনে, হরিয়ানার ১০টি, দিল্লির সাতটি, আটটি করে বিহার, মধ্য প্রদেশ ও পশ্চিম বঙ্গে এবং ঝাড়খন্ডের চারটি আসনে ভোট হচ্ছে।

ভারতের হিন্দিভাষী কেন্দ্রীয় অঞ্চলেই সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে। এই অঞ্চলে বড় ধরনের জয় পেয়েই আগের নির্বাচনে বাজিমাত করেছিলো বিজেপি।

এ পর্বের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন উত্তর প্রদেশের আজমগড় আসনে সমাজবাদী দলের অখিলেশ যাবদ, সুলতানপুর আসনে মেনেকা গান্ধী, মধ্য প্রদেশের ভুপাল আসনে কংগ্রেসের দিগ্নিজয় সিং, বিজেপির প্রজ্ঞা সিং ঠাকুর, পূর্ব দিল্লির আসনে গৌতম গম্ভীর, দক্ষিণ দিল্লি আসনে ব্রিজেন্দ্র সিং, পশ্চিমবঙ্গের ঘাটাইল আসনে চলচ্চিত্র অভিনেতা তৃণমূলের দেব (দীপক অধিকারী), বিজেপির ভারতীয় ঘোষ।

দিল্লির সাতটি আসনের- চাঁদনি চক, পূর্ব দিল্লি, নয়া দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি ও পশ্চিম দিল্লি, সব কয়টি আসনেই ভোট হচ্ছে।

সবগুলো আসনেই বিজেপি, কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনার কথা বলছেন স্থানীয়রা। ২০১৪ সালের নির্বাচনে এই তিন দল লড়লেও সব কয়টি আসনে বিজয়ী হয় বিজেপি।

দিল্লির চিত্ররঞ্জন পার্কের রওশনা বাঙ্গালী স্কুল কেন্দ্র গিয়ে দেখা গেল লম্বা লাইন। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটারররা ভোট দিচ্ছেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো দলের সমর্থক ও কর্মীদেরকে ভোট কেন্দ্রের কাছাকাছি দেখা যায়নি।

কেন্দ্র থেকে ২০০ গজ দূরে টেবিল সাজিয়ে কয়েকজন নির্বাচন কর্মী বসে আছেন। শুধু ভোটার আসলে স্লিপটা দিয়ে দিচ্ছেন। দিল্লির ৭টি আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহনের খবর পাওয়া গেছে।

ভোট উপলক্ষে সরকারি ছুটিও রয়েছে দিল্লিতে।

উত্তর প্রদেশের এলাহাবাদ, অম্বেডকর নগর, সুলতানপুর, জৌনপুর,প্রতাপগড়, আজমগঢ়সহ ১৪টি আসনে ভোট হচ্ছে। এই বৃহত্তম প্রদেশে বিজেপির সাথে বহুজন সমাজবাদী-সমাজবাদী জোটের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।

এ পর্বে সবার চোখ উত্তর প্রদেশের ফুলপুর ও গোরখপুর আসনের দিকে। বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিতি থাকলেও গত বছরের উপনির্বাচনে এই দুটি আসন ছিনিয়ে নিয়েছিল বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টির জোট। এই ‍দুটি আসনে জয় পেয়ে বহুজন ও সমাজবাদীর মহাজোট উজ্জীবিত হয়েছিল, এই ফলাফলই সম্মিলিত বিরোধীদলের মঞ্চ প্রস্তুত করেছিল।

প্রায় সব জায়গা থেকে শান্তিপূর্ণভাবে ভোট শুরুর খবর পাওয়া গেলেও পশ্চিম বঙ্গের ঘাটাল আসনে কিছুটা গণ্ডগোল হয়েছে। একটি ভোট কেন্দ্রে বিজেপি প্রার্থী সাবেক পুলিশ কর্মকর্তা ভারতী ঘোষকে শারীরিকভাবে হেনেস্থা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের দায়ী করেছে বিজেপি।

৫৯টি লোকসভা আসনের পাশাপাশি এ পর্বে ত্রিপুরা বিধানসভার ২৬টি আসনের ১৬৮টি কেন্দ্রে পুনঃভোট গ্রহণ করা হচ্ছে। ১১ এপ্রিল প্রথম পর্বে এই কেন্দ্রেগুলোতে ভোট নেওয়া হলেও অনিয়মের প্রমাণ পাওয়ায় নির্বাচন কমিশন এসব কেন্দ্রে ফের ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে। 

এ পর্বে মোট ভোটার ১০ কোটি ১৭ লাখ। ভোট গ্রহণের জন্য ১ লক্ষ ১৩ হাজার ১৬৭টি ভোট কেন্দ্র স্থাপন করেছে নির্বাচন কমিশন।  মোট প্রার্থী সংখ্যা ৯৭৯ জন। শুধু হরিয়ানা থেকেই ২২৩ জন প্রার্থী ভোটে লড়ছেন।

দিল্লি ও ৬টি রাজ্যে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৩ হাজার ২৮১ জন।

১১ এপ্রিল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫ দফায় লোকসভার ৪০৪ টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এই পর্বে ৫৯টির পর বাকী ৬৭টি আসনের ভোট হবে শেষ পর্বে আগামী ১৯ মে। সপ্তম পর্বের ওই ভোট গ্রহণের মধ্য দিয়ে বিশ্বের বৃহত্তম এই নির্বাচনী যজ্ঞটি শেষ হবে।

২৩ মে সব ভোট গণনা করে ওইদিনই ফল প্রকাশ করার কথা রয়েছে।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 16245 বার।




সর্বশেষ আপডেট

বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আগামীকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ভারতে লোকসভা নির্বাচনের তফশিল ঘোষণা দেশবাসীর উদ্দেশে খোলা চিঠিতে যা লিখলেন মোদি ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই আর নেই নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো ব্যবস্থা নেই : সেতুমন্ত্রী নিত্যপণ্যের ওপর শুল্ক আরোপ না করাটাই যৌক্তিক : বাণিজ্য প্রতিমন্ত্রী ভাষাসৈনিক বিশিষ্ট আইনজীবী গোলাম আরিফ টিপুর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু মুক্তির পর প্রথম প্রকাশ্যে এলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সিন্ডিকেটের সঙ্গে বিএনপির সংযোগ আছে কি না তলিয়ে দেখতে হবে : সেতুমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ সারা বিশ্বের মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন