ঢাকা, শুক্রবার, মার্চ ২৯ ২০২৪,

এখন সময়: ১১:২৭ মিঃ

অনলাইন পোর্টালগুলো দ্রুত খবর দিতে ভূমিকা রাখছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক | ০৬:০৩ মিঃ, সেপ্টেম্বর ২৫, ২০১৮




জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, এমপিরা জনগণের জন্য কী করছেন তা জানার অধিকার জনগণের রয়েছে। আর তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে সেই সংবাদ জনগণের কাছে দ্রুততম সময়ে পৌঁছে যাচ্ছে। অনলাইন নিউজ পোর্টালগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সংসদ ভবনের মিডিয়া সেন্টারে পার্লামেন্ট নিউজ বিডি ডট কম’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার, এম এ আওয়াল এমপি এবং মেহজাবিন মোর্শেদ এমপি বক্তব্য রাখেন।

স্পিকার বলেন, প্রতিষ্ঠার পর থেকে পার্লামেন্ট নিউজ বিডি ডট কম পাঠকের প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে। এটি একটি অন্যতম প্রধান বিশেষায়িত নিউজ পোর্টাল, যেখানে সংসদ ও সংসদ সদস্যদের কার্যক্রমকে জনগণের জন্য উপস্থাপন করা হয়।

জনকল্যাণে সংসদ সদস্যগণ নিজ এলাকার জন্য কী কার্যক্রম গ্রহণ করছেন তা জানার অধিকার জনগণের রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পার্লামেন্ট নিউজ বিডি ডট কম জনগণকে সে সংবাদ পৌঁছে দিতে ভূমিকা রেখে চলেছে। এ সময় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

দশম জাতীয় সংসদ গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, এ সংসদ বিশ্ববাসীর কাছে গণতন্ত্র প্রতিষ্ঠায় আস্থার প্রতীক বিবেচিত হয়েছে। বিশ্বের দু’টি অন্যতম গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠান কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন এই সংসদেরই দু’জন সংসদ সদস্য—যা বিশ্ব দরবারে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে। 

তিনি বলেন, এ সংসদের সংসদ সদস্যগণ তৃণমূল মানুষের জন্য কাজ করছেন। বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের অপব্যবহার বন্ধ, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার হ্রাসের ন্যায় কর্মসূচিতে স্থানীয় জনসাধারণকে সচেতন ও অনুপ্রাণিত করছেন—যা ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্পিকার পার্লামেন্ট নিউজ বিডি ডট কম’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটেন।

পার্লামেন্ট নিউজ বিডি ডট কমের সম্পাদক শাকিলা পারভীনের সভাপতিত্বে এবং পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নিখিল ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য উপস্থিত ছিলেন।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 16024 বার।




সর্বশেষ আপডেট

তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক