ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৬ ২০২৪,

এখন সময়: ০৩:০২ মিঃ

হংকং আন্দোলনে সবচেয়ে সংঘাতময় দিন, গুলিবিদ্ধ ১, আটক ১৮০

ডেস্ক নিউজ | ০৫:১৭ মিঃ, অক্টোবর ২, ২০১৯



চীনে কমিউনিস্ট পার্টির শাসনের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (১ অক্টোবর) জাতীয় দিবস উদযাপিত হয়। এ দিনেই চীন থেকে ১২০০ মাইল দূরে হংকংয়ে আন্দোলকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। হংকং পুলিশের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

চীনের জাতীয় দিবসকে হংকংয়ে ঘোষণা করা কয় শোক দিবস হিসেবে। দিনব্যাপি হংকং প্রশাসন এবং চীনের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে প্রতিবাদ ও অনাস্থা দেখিয়ে বিভিন্ন কর্মসূচি দেন গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা। সকালে হংকংয়ের বিভিন্ন এলাকা থেকে পদযাত্রা বের হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, জল কামান, রাবার বুলেট এবং বুলেট ব্যবহার করে। পুলিশের ছোঁড়া ছয় রাউন্ড গুলির মধ্যে এক রাউন্ড গুলিবিদ্ধ হন ১৮ বছর বয়সী একজন আন্দোলনকারী।

পুলিশের হামলার জবাবে আন্দোলনকারীরাও পেট্রোল বোমা ছোঁড়ে। যে কারণে হংকংয়ের বিভিন্ন অঞ্চলে পরিস্থিতি সংঘাতময় হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৮০ জন আন্দোলনকারীকে আটক করে।

এছাড়াও গুলিবিদ্ধ ও আহত হয়ে আনুমানিক ২০ জন আন্দোলনকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের ২৫ জন সদস্যও আহত হয়েছেন।

প্রসঙ্গত, প্রতি বছরই চীনের জাতীয় দিবসে হংকংয়ে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি দেওয়া হয়। কিন্তু এবার হংকংয়ের প্রেক্ষাপট একটু ভিন্ন। প্রায় চার মাস ধরে সেখানে গণতন্ত্রপন্থি আন্দোলন চলমান রয়েছে। বিতর্কিত বন্দি প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন বর্তমানে সরকার বিরোধী পাঁচ দফা আন্দোলনে রূপ নিয়েছে।

পুলিশের মুখপাত্র লো বিবিসিকে জানিয়েছেন, সাং ছি কিন যে গুলিবিদ্ধ হয়েছেন, তাতে পুলিশের তিনি কোন দোষ দেখছেন না। সাং ছি কিন যেভাবে পুলিশকে আক্রমণ করেছিলেন তাতে পুলিশের জীবন হুমকির সম্মুখীন ছিল আর ওই অবস্থায় গুলি ছোঁড়া আইনগতভাবে সম্পূর্ন বৈধ এবং যৌক্তিক।

উল্লেখ করা যায় যে, আন্দোলন শুরু হওয়ার পর মঙ্গলবারই (১ অক্টোবর) প্রথম পুলিশ আন্দোলনকারিদের লক্ষ্য করে এত কাছ থেকে গুলি করেছে। এবং এখন পর্যন্ত এই আন্দোলন থেকে সর্বোচ্চ সংখ্যক ১৮০ জনকে আটক করেছে।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 16009 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

বিটিভির মহাপরিচালক দুর্নীতিবাজ কবে ওএসডি হবে? তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী