ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৯ ২০২৪,

এখন সময়: ০৬:৪৫ মিঃ

ভারতে কুয়ায় পড়ে যাওয়া শিশুটি উদ্ধার হয়নি ৭০ ঘণ্টায়ও

আন্তর্জাতিক ডেস্ক: | ১২:৩৪ মিঃ, অক্টোবর ২৯, ২০১৯



নলকূপের বসানোর জন্য অন্তত তিনশো ফুট গভীর গর্ত খোঁড়া হয়েছিল। শুক্রবার বিকেলে খেলতে খেলতে সেই গর্তে পড়ে যায় দুই বছর বয়সী শিশু সুজিত উইলসন। গর্তে পড়ে যাওয়ার এক ঘণ্টার মধ্যেই খবর পেয়ে তাকে উদ্ধারে অভিযান শুরু হলেও শিশুটিকে এখানো উদ্ধার করা যায়নি।

শিশুটি গর্তটির ৮৮ ফুট গভীরতায় আটকে আছে। ঘটনাস্থলে রয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রী সি বিজয়বাস্কার ও পর্যটনমন্ত্রী এন নাগার্জুন। শুক্রবার সুজিত নামের শিশুটির গর্তে পড়ে যাওয়ার এক ঘণ্টার মধ্যেই খবর পেয়ে তাকে উদ্ধারে সেখানে পৌঁছান দমকল বাহিনীর সদস্যরা।

শিশু সুজতিকে উদ্ধারে পরিচালিত অভিযানে দমকল বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে তামিলনাডু রাজ্য ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধারের একাধিক চেষ্টা ব্যর্থ হয়েছে। সময় যত গড়াচ্ছে উদ্বেগ ততই বাড়ছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ‘শনিবার সকাল পর্যন্ত বাচ্চাটির কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল। এখন আর কোনও সাড়া পাওয়া যাচ্ছে না। জানা গেছে, রোববার সকাল থেকেই মূল গর্ত থেকে ৩ মিটার দূরে একটি সমান্তরাল গর্ত খুঁড়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, অন্তত ৩০০ জন উদ্ধারকারীর মোট ছয়টি দলে ভাগ হয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। উদ্ধারকারীদের বলছেন, কোনও সাড়া না পাওয়া গেলেও শিশুটি এখনো বেঁচে আছে। তবে সে জ্ঞান হারিয়েছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় বলেছেন, আমার প্রার্থনা সুজিতের সঙ্গেই আছে। উদ্ধার অভিযান নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তাকে নির্দেশ দিয়েছি, সুজিতকে জীবনের নিরাপত্তার কথা ভেবে তারা যেন উদ্ধার অভিযান চালায়।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 15942 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

১২:২৭ মিঃ, সেপ্টেম্বর ১৮, ২০২১

জলবায়ু নিয়ন্ত্রণে বাইডেনের আহ্বান

সর্বশেষ আপডেট

তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক