ঢাকা, শুক্রবার, মার্চ ২৯ ২০২৪,

এখন সময়: ১০:৫২ মিঃ

এনআরসি ঔদ্ধত্যে বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে: মমতা

ডেস্ক নিউজ | ১২:১২ মিঃ, নভেম্বর ৩০, ২০১৯



ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) আসাম রাজ্যের মানুষ যে মেনে নিতে পারেনি, তা বুঝতে মাস ছয়েক সময় লেগেছে বিজেপির। ৭০ বছর ধরে যে মানুষটি ভারতের মাটিতে বাস করে এসেছেন, তাঁকে নাগরিকত্ব প্রমাণের জন্য ছোটাছুটি করতে হচ্ছে, এ যেন একদমই মেনে নেওয়ার নয়।

বেশির ভাগ মানুষই জীবন যাপন করছেন তীব্র এক আতঙ্কে। তাই আসামের পর পশ্চিমবঙ্গে এনআরসি হবে, এমনটা মেনে নিতে পারছেন না মানুষ।

আর মানুষের মনোভাব বুঝেই এনআরসির বিরুদ্ধে খড়্গ ধরেছেন মমতা। তাঁর সাফ কথা, এই রাজ্যে তিনি এনআরসি কার্যকর হতে দেবেন না। তারই প্রতিফলন যেন দেখা গেল গতকাল বৃহস্পতিবার ঘোষিত তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফলে। তিনটি আসনই চলে গেছে তৃণমূলের ঝুড়িতে।

উপনির্বাচনে এই জয়ের পর মমতা বলেন, ‘এনআরসি করে তাড়িয়ে দেওয়ার ভয় দেখালে এমনই হয়। বিজেপির ঔদ্ধত্যের জন্য মানুষ তাদের এবারের উপনির্বাচনে প্রত্যাখ্যান করেছে। 

নির্বাচনের আগে গোটা ভারতে এনআরসি হবে বলে হুংকার দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তা-ই নয়, হিন্দু শরণার্থী বা উদ্বাস্তুরা এনআরসির মাধ্যমে নাগরিকত্ব পাবে, কিন্তু সংখ্যালঘু মুসলিমরা এনআরসিতে তাঁদের এই রাজ্যে বসবাস করার প্রয়োজনীয় নথি দেখাতে না পারলে তাঁদের তাড়িয়ে দেওয়া হবে। এই সব ঘোষণা মেনে নিতে পারেননি পশ্চিমবঙ্গের মানুষ। রাজ্যের তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে তার যোগ্য জবাব দিয়েছেন তাঁরা।

ছয় মাস আগে লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিপুল জয় পায় বিজেপি। রাজ্যের ৪২টি আসনের মধ্যে ছিনিয়ে আনে ১৮টি। অথচ ২০১৪ সালে লোকসভা নির্বাচনে দলটি পেয়েছিল মাত্র ২টি আসন। এবার ২ থেকে ১৮। এই জয়ে বিজেপি খুবই আপ্লুত হয়ে ওঠে। ঘোষণা দেয়, এনআরসি চালু করে তাড়িয়ে দেওয়া হবে সংখ্যালঘু মুসলিমদের, যাঁরা অনুপ্রবেশ করেছেন। তবে মানুষ এটা মেনে নেয়নি। তাঁদের প্রশ্ন, সব মানুষের তো ভোটার পরিচয়পত্র, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড রয়েছে, তবে কেন এনআরসি? তাই এই এনআরসিকে অস্ত্র করে মাঠে নেমে পড়েন মমতা। সেই সঙ্গে কংগ্রেস ও বামফ্রন্টও যোগ দেয়। ফলে এনআরসি প্রশ্নে একঘরে হয়ে যায় বিজেপি।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 15987 বার।




সর্বশেষ আপডেট

তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক