ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৮ ২০২৪,

এখন সময়: ০৫:৫১ মিঃ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারীর জয়যাত্রায় সকলকে সম্পৃক্ত করতে হবে : স্পিকার

ডেস্ক নিউজ: | ০৯:১৮ মিঃ, মার্চ ১০, ২০২০



সারাদেশের নারীদের ঐক্যবদ্ধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সূচিত নারীর জয়যাত্রায় সকলকে সম্পৃক্ত করতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত ‘নারীর ক্ষমতায়নে বাংলাদেশ : শেখ হাসিনার অবদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। 

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাফিয়া খাতুনের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ফারজানা মাহমুদ। 

স্পিকার বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় নারীর সমতা, সমঅধিকার ও তাদের উন্নয়নে বিশ্বাস করতেন। তারই প্রমান বঙ্গবন্ধুর দেয়া সংবিধানে তিনি নারী-পুরুষের রাষ্ট্রীয় এবং সমাজ জীবনে সমান অধিকারের কথা বলে গেছেন। এই অধিকারটি সেখানে সন্নিবেশিত রয়েছে বলেই নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার বড় সুযোগটি কাজে লাগাতে পারছে।” 

তিনি বলেন, বাংলাদেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের পথ সুগম করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  সংসদে সংরক্ষিত মহিলা আসনের বিধানটি জাতির পিতা সংবিধানে সন্নিবেশ করে রাজনৈতিক ক্ষমতায়নের একটি পথ তৈরি করেছেন। ফলে বর্তমানে সংরক্ষিত মহিলা আসনে ৫০ জনসহ সংসদে বর্তমানে ৭২ জন নারী সংসদ সদস্য দায়িত্ব পালন করছেন। বিশ্বের অনেক দেশে এধরনের একটি সুযোগ তৈরির চেষ্টা করেও সফল হতে পারেনি। সংরক্ষিত নারী আসনের দায়িত্ব পালন করে অনেকে নিজেকে যোগ্য প্রমান করতে সক্ষম হয়েছেন এবং পরবর্তীতে সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন। 

ড. শিরীন শারমিন বলেন, বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের সময় নারীবান্ধব নীতিমালা গ্রহণ করেছেন। 

সংসদ নেতা প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ, সংসদ উপনেতা বেগম সাজেদা চৌধুরী এবং স্পিকার একজন নারী এ ধরনের অনন্য বৈশিষ্ট বিশ্বের কোন সংসদে আছে কিনা সেটা দেখার বিষয় বলে উল্লেখ করে তিনি বলেন, আজকের বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেক অগ্রসরমান।

স্পিকার বলেন, নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নের যে ভীত রচিত হয়েছে এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনারই অবদান। 

মহিলা আওয়ামী লীগকে নারী শক্তির অনন্য প্রতীক হিসেবে উল্লেখ করে শিরীন শারমিন চৌধুরী বলেন, নারী কল্যাণ ও নারীর জন্য অধিক সুযোগ তৈরীতে মহিলা আওয়ামী লীগকে বিষয়ভিত্তিক সভা সেমিনার করার পরামর্শ দেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে যাওয়ার সাহস যুগিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। বাংলাদেশের একমাত্র নারী ট্রেন চালক সালমা সাহসিকতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন- তা প্রত্যেক নারীর জন্য অনুসরণ ও অনুকরণ যোগ্য। 

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল পেশায় আজ নারীদের অংশগ্রহণ দৃশ্যমান। নারীরা অত্যন্ত দক্ষতার সাথে সকল দায়িত্ব পালন করছে। নারীদের সহিংসতা থেকে সুরক্ষা ও নারীর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে তিনি নারীদের আরও সোচ্চার হওয়ার আহবান জানান। 

নারী দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৭ জন অনন্যা নারীকে বিশেষ সম্মাননা দেয়া হয়। এরা হলেন- অ্যারোমা দত্ত এমপি, সেলিমা আহমেদ এমপি, বেগম বদরুন্নেসা আহমেদ (মরনোত্তর), তাসমিমা হোসেন, কন্ঠশিল্পী লায়লা হাসান, ড. হোসনেয়ারা বেগম ও জয়া চাকমা। 

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 15842 বার।




সর্বশেষ আপডেট

তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক