ঢাকা, শুক্রবার, মার্চ ২৯ ২০২৪,

এখন সময়: ০৬:০৬ মিঃ

তানজানিয়া করোনামুক্ত: প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ : | ০৩:৩০ মিঃ, জুন ১০, ২০২০



পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া করোনাভাইরাস মুক্ত বলে ঘোষণা দিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি। সোমবার (৮ জুন) রাজধানী দোদোমা’র একটি চার্চে দেওয়া ভাষণে তার দেশ করোনামুক্ত বলে দাবি করেন ম্যাগুফুলি। তিনি বলেন, 'ঈশ্বর তানজানিয়ার সঙ্গে রয়েছেন, তাই এদেশে শয়তানের সব কূটকচাল বিফল হবে। এ কারণে করোনাও এখানে পরাজিত হয়েছে'।  খবর বিবিসি, আনাদলু এজেন্সি।

দেশটির জাম্বি টেলিভিশনে প্রচারিত ওই ভাষণে ম্যাগুফুলি বলেন, আমি আনন্দিত হয়েছে যে, দেশের নেতারা সবার আগে সৃষ্টিকর্তাকে রেখেছেন। সৃষ্টিকর্তা তানজানিয়াকে ভালোবাসেন। করোনা রোগটি দেশ থেকে নির্মূল করা হয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস চিকিৎসায় দেশটির কৌশল নিয়ে ইতিমধ্যে উদ্বেগ জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, তানজানিয়া দুই মাস ধরে করোনাভাইরাস সম্পর্কিত তথ্য প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। গত ২৯ এপ্রিল দেশটি সবশেষ তথ্য প্রকাশ করে। ওইদিন প্রকাশিত তথ্যে দেখা যায়, দেশটিতে ৫০৯ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত সপ্তাহে তানজানিয়ার প্রেসিডেন্ট জানান, তার দেশের সবচেয়ে বড় শহর দারুস সালামে ৪ জন করোনা রোগীর চিকিৎসা চলছে।

গত মাসে তানজানিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় জানায়, দারুস সালামের হাসপাতালগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ভিড় দেখা গেছে। ফলে সেখান থেকে আরও বেশি করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। তবে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা উড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট ম্যাগুফুলি দেশবাসীকে বেশি বেশি প্রার্থনা করার পরামর্শ দিয়েছিলেন। ওইসময় তিনি দেশবাসীকে স্বাভাবিক জীবন-যাপনেরও আহ্বান জানিয়েছিলেন।

সামাজিক মাধ্যমে তানজানিয়ার নাগরিকরা তাদের প্রেসিডেন্টের এ ঘোষণার প্রতি সাধুবাদ ও প্রশংসা জানিয়েছেন। প্রেসিডেন্টের এ ঘোষণায় খুব শীঘ্রই ফের অর্থনীতি চাঙ্গা হবে ও ব্যবসা বাণিজ্য ও চাকরি বাড়বে বলে আশা প্রকাশ করেছেন তারা।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 15761 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক