ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ১৬ ২০২৪,

এখন সময়: ১০:৩০ মিঃ

সাংসদ মাশরাফি করোনাভাইরাসে আক্রান্ত

ডেস্ক নিউজ : | ০৬:৪০ মিঃ, জুন ২০, ২০২০



বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাশরাফির পারিবারিক সূত্র শনিবার (২০ জুন) খবরটি নিশ্চিত করেছে।

জানা গেছে মাশরাফি এখন ভালো আছেন। তেমন কোন সমস্যা হচ্ছে না। হালকা জ্বর আছে, তাছাড়া কোনো উপসর্গ নেই।  

শুক্রবার তার নমুনা পরীক্ষা করতে দিলে শনিবার ফল পাওয়া যায়। এতে দেখা যায় মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই স্বাস্থকর্মী না হয়েও সম্মুখভাগের যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী মাশরাফি। শুরু থেকেই নড়াইলে ত্রাণ বিতরণ থেকে শুরু করে কৃষকদের হার্ভেস্টিং মেশিন কিনে দেওয়া ইত্যাদি প্রয়োজনীয় উদ্যোগ নেন মাশরাফি। করোনাভাইরাসে বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখযোদ্ধা সেই মাশরাফি এবার করোনায় আক্রান্ত হয়ে শয্যাশায়ী।

প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ঠ স্থবির পরিস্থিতিতে নড়াইলে প্রায় ১০ হজার দুস্থ মানুষের খাবারের ব্যবস্থা করেছেন লাল সবুজের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। কখনো বা নিজেই তাদের জন্য খাবার হাতে ছুটে গিয়েছেন।

সদর হাসপাতালের প্রবেশ দ্বারেই নিজ উদ্যোগে স্থাপন করেছেন জীবাণুনাশক কক্ষ। চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে ওই হাসপাতালেই স্থাপন করেছেন, ‘ডক্টরস সেফটি চেম্বার।’ পিপিই, হ্যান্ড স্যানিটাইজার যখন যা প্রয়োজন হচ্ছে সরবরাহ করতে ব্যাপক তৎপরতা নজর কেড়েছে সবার। সবশেষ জেলার কৃষকদের ধান কাটার কাজ সহজতর করতে কিনে দিয়েছেন চারটি হারভেস্টিং মেশিন।

এখানেই ক্ষান্ত হননি তিনি। করোনার প্রাদুর্ভাবে সৃষ্ঠ পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিজের ১৬ বছরের প্রিয় ব্রেসলেট নিলামে তুলেছেন। নিলামে ৪২ লাখ টাকা দাম ওঠে প্রিয় সেই ব্রেসলেটের। সেই টাকার কিছু অংশ দিয়েই গেল ২ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকাভুক্ত ঢাকা মেট্টোর ক্রিকেট একাডেমির ৮২ জন কোচকে আর্থিক সহযোগিতা দিয়েছেন।

 

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 15808 বার।




সর্বশেষ আপডেট

তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক