ঢাকা, মঙ্গলবার, মার্চ ১৯ ২০২৪,

এখন সময়: ০২:০৮ মিঃ

দ্য পার্লামেন্ট ফেইস: ইয়ং ভয়েস (মোতাসিম বিল্লাহ রাজ)

নিজস্ব প্রতিবেদক: | ০৬:৩৩ মিঃ, অক্টোবর ২৩, ২০২১



মোতাসিম বিল্লাহ রাজ

জামারপুর-২ আসনের তরুণ ভোটার। তিনি গ্রিন ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। দ্য পার্লামেন্ট ফেইস এর ইয়ং ভয়েস বিভাগে নিজস্ব প্রতিবেদক এর কাছে সাক্ষাৎকার দিয়েছেন।


দ্য পার্লামেন্ট ফেইস: জনপ্রতিনিধি বলতে কি বুঝেন?
মোতাসিম বিল্লাহ রাজ: জনপ্রতিনিধি এটি শুনলেই গাঁ ছমছম করে উঠে। জনপ্রতিনিধি বলতে মূলত কাউন্সিল কর্তৃক নিযুক্ত ব্যক্তি বা কাউন্সিলের কমিটি বা উপকমিটিতে বা বিশেষ কোনো উদ্দেশ্যে পেশাদার  বোর্ডে কাজ করার জন্য এবং যিনি এই আইনের অধীনে কোনো পেশায় নিবন্ধিত। যা রাজনৈতিক ভাষায় বলা যায়, একটি সমাজব্যবস্থা কে উন্নত করতে নির্দিষ্ট এরিয়া ব্যাজ দায়িতপ্রাপ্ত একজন নেতা। 

দ্য পার্লামেন্ট ফেইস: রাষ্ট্রপরিচালনায় জনগনের ভ‚মিকা কি? 
মোতাসিম বিল্লাহ রাজ: প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। (বাংলাদেশ সংবিধান, প্রথম ভাগ, অনুচ্ছেদ-৭। সব সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির দায়িত্ব ও কর্তব্য। (বাংলাদেশ সংবিধান, দ্বিতীয় ভাগ, রাষ্ট্রপরিচালনার মূলনীতি অনুচ্ছেদ-২১।) সংবিধানে যে বিষয়গুলো থাকে বা গুরুত্বপূর্ণ তা হলো আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, রাষ্ট্রপরিচালনার মূলনীতি ইত্যাদি। রাষ্ট্রের উন্নতি লগ্নে জনগণের ভ‚মিকা হলো রাষ্ট্রের সকল কাজে সহযোগিতা করা। নির্দিষ্ট সময়ে কর প্রদান, আর্থিক উন্নয়নে কৃষি প্রবণ বেশি ফলানো থেকে শুরু করে পোশাক ক্ষেত্রে খুব বেশি এগিয়ে গিয়েছে। এ সব কিছু জনগণের দায়িত্ব। 

দ্য পার্লামেন্ট ফেইস: তরুণ ভোটার হিসেবে কেমন জনপ্রতিনিধি নির্বাচন করবেন? 
মোতাসিম বিল্লাহ রাজ: গণতন্ত্রের মুল হচ্ছে রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ। নির্বাচন ছাড়া গণতন্ত্র কল্পনায় করা যায়না। জনগণের ভোটাধিকারের মাধ্যমেই একজন প্রতিনিধি গঠন করা হয়। সুতরাং একজন তরুণ হিসাবে আমি এমন একজন প্রতিনিধি বাছাঁয় করবো-যিনি একটি সমাজ কে দুষন মুক্ত রাখবে। শিক্ষার হার বৃদ্ধিতে প্রচুর কাজ করে যাবে। সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীকে হাত ধরে এগিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করবে কিংবা সমাজ কে মাদকমুক্ত করবে। মোট কথা, একজন শিক্ষিত জনপ্রতিনিধি খুবই প্রয়োজন। 

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 1050 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

০৫:৩১ মিঃ, জুলাই ১৮, ২০১৮

দ্য পার্লামেন্ট ফেইস: ইয়ং ভয়েস

সর্বশেষ আপডেট

বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আগামীকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ভারতে লোকসভা নির্বাচনের তফশিল ঘোষণা দেশবাসীর উদ্দেশে খোলা চিঠিতে যা লিখলেন মোদি ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই আর নেই নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো ব্যবস্থা নেই : সেতুমন্ত্রী নিত্যপণ্যের ওপর শুল্ক আরোপ না করাটাই যৌক্তিক : বাণিজ্য প্রতিমন্ত্রী ভাষাসৈনিক বিশিষ্ট আইনজীবী গোলাম আরিফ টিপুর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু মুক্তির পর প্রথম প্রকাশ্যে এলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সিন্ডিকেটের সঙ্গে বিএনপির সংযোগ আছে কি না তলিয়ে দেখতে হবে : সেতুমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ সারা বিশ্বের মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন