দ্য পার্লামেন্ট ফেইস: ইয়ং ভয়েস (মোতাসিম বিল্লাহ রাজ)

নিজস্ব প্রতিবেদক: | ০৬:৩৩ মিঃ, অক্টোবর ২৩, ২০২১



মোতাসিম বিল্লাহ রাজ

জামারপুর-২ আসনের তরুণ ভোটার। তিনি গ্রিন ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। দ্য পার্লামেন্ট ফেইস এর ইয়ং ভয়েস বিভাগে নিজস্ব প্রতিবেদক এর কাছে সাক্ষাৎকার দিয়েছেন।


দ্য পার্লামেন্ট ফেইস: জনপ্রতিনিধি বলতে কি বুঝেন?
মোতাসিম বিল্লাহ রাজ: জনপ্রতিনিধি এটি শুনলেই গাঁ ছমছম করে উঠে। জনপ্রতিনিধি বলতে মূলত কাউন্সিল কর্তৃক নিযুক্ত ব্যক্তি বা কাউন্সিলের কমিটি বা উপকমিটিতে বা বিশেষ কোনো উদ্দেশ্যে পেশাদার  বোর্ডে কাজ করার জন্য এবং যিনি এই আইনের অধীনে কোনো পেশায় নিবন্ধিত। যা রাজনৈতিক ভাষায় বলা যায়, একটি সমাজব্যবস্থা কে উন্নত করতে নির্দিষ্ট এরিয়া ব্যাজ দায়িতপ্রাপ্ত একজন নেতা। 

দ্য পার্লামেন্ট ফেইস: রাষ্ট্রপরিচালনায় জনগনের ভ‚মিকা কি? 
মোতাসিম বিল্লাহ রাজ: প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। (বাংলাদেশ সংবিধান, প্রথম ভাগ, অনুচ্ছেদ-৭। সব সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির দায়িত্ব ও কর্তব্য। (বাংলাদেশ সংবিধান, দ্বিতীয় ভাগ, রাষ্ট্রপরিচালনার মূলনীতি অনুচ্ছেদ-২১।) সংবিধানে যে বিষয়গুলো থাকে বা গুরুত্বপূর্ণ তা হলো আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, রাষ্ট্রপরিচালনার মূলনীতি ইত্যাদি। রাষ্ট্রের উন্নতি লগ্নে জনগণের ভ‚মিকা হলো রাষ্ট্রের সকল কাজে সহযোগিতা করা। নির্দিষ্ট সময়ে কর প্রদান, আর্থিক উন্নয়নে কৃষি প্রবণ বেশি ফলানো থেকে শুরু করে পোশাক ক্ষেত্রে খুব বেশি এগিয়ে গিয়েছে। এ সব কিছু জনগণের দায়িত্ব। 

দ্য পার্লামেন্ট ফেইস: তরুণ ভোটার হিসেবে কেমন জনপ্রতিনিধি নির্বাচন করবেন? 
মোতাসিম বিল্লাহ রাজ: গণতন্ত্রের মুল হচ্ছে রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ। নির্বাচন ছাড়া গণতন্ত্র কল্পনায় করা যায়না। জনগণের ভোটাধিকারের মাধ্যমেই একজন প্রতিনিধি গঠন করা হয়। সুতরাং একজন তরুণ হিসাবে আমি এমন একজন প্রতিনিধি বাছাঁয় করবো-যিনি একটি সমাজ কে দুষন মুক্ত রাখবে। শিক্ষার হার বৃদ্ধিতে প্রচুর কাজ করে যাবে। সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীকে হাত ধরে এগিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করবে কিংবা সমাজ কে মাদকমুক্ত করবে। মোট কথা, একজন শিক্ষিত জনপ্রতিনিধি খুবই প্রয়োজন। 

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 813 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

০৫:৩১ মিঃ, জুলাই ১৮, ২০১৮

দ্য পার্লামেন্ট ফেইস: ইয়ং ভয়েস

সর্বশেষ আপডেট

মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল : ওবায়দুল কাদের প্রস্তাবিত বাজেট সার্বিকভাবে গ্রামীণবান্ধব : পরিকল্পনামন্ত্রী ভারতের ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্র এবং মানব সম্পদ মন্ত্রীর বৈঠক দায়িত্ব গ্রহণের পর প্রথম রোমানিয়ায় রাজা তৃতীয় চার্লস যারা থাকছেন এরদোগানের শপথ অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠার বাজেট : হানিফ অজাতশত্রু আফছারুল আমীনের মৃত্যু দলের জন্য ক্ষতি: হাছান মাহমুদ ইউক্রেনে রাশিয়ার জয় নিয়ে আত্মবিশ্বাসী পুতিন চীনের প্রতিরক্ষামন্ত্রীর আলোচনা প্রত্যাখান দুর্ভাগ্যজনক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার হাসিনা ও এরদোয়ানের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে অর্থনীতি প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে : স্পিকার শিশু কল্যাণ বোর্ড শিশুদের উন্নয়নে কাজ করবে : সমাজকল্যাণ মন্ত্রী সামরিক জোটের আধুনিকায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র ও জাপান লাতিন আমেরিকায় ডলার বাদ দিয়ে অভিন্ন মুদ্রা চালুর প্রস্তাব মার্কিন ভিসা নীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি : তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধে ফারুকের ভূমিকা অবিস্মরণীয় : প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান শপথ নেবেন ৩ জুন