দ্য পার্লামেন্ট ফেইস: ইয়ং ভয়েস (নূপুর আক্তার শীলা)

নিজস্ব প্রতিবেদক: | ০৬:৩৬ মিঃ, অক্টোবর ২৩, ২০২১



নূপুর আক্তার শীলা 


শিক্ষার্থী, সরকারি বাঙলা কলেজ, মিরপুর-১, ঢাকা। দ্য পার্লামেন্ট ফেইস এর নাগরিক প্রত্যাশা বিভাগে নিজস্ব প্রতিবেদক এর কাছে সাক্ষাৎকার দিয়েছেন। 


দ্য পার্লামেন্ট ফেইস: জনপ্রতিনিধি বলতে কি বুঝেন?
নূপুর আক্তার শীলা: আমার কাছে জনপ্রতিনিধি হচ্ছে, স্থানীয় জনগণের দ্বারা নির্বাচিত একজন ব্যক্তি। যিনি একজন জনপ্রতিনিধি নির্বাচিত হবার পর নিজের শ্রম, ইচ্ছাশক্তি ও সততা দিয়ে জনগণের সেবায় সর্বদা নিয়োজিত থাকবেন। জনপ্রতিনিধি তো একজন স্থানীয় সরকার যা কেন্দ্রীয় সরকারের একটি অংশ। তাকেই তো জনপ্রতিনিধি বলবো, যিনি জনসাধারণের কাছাকাছি থেকে তাদের সেবা করবে। 

দ্য পার্লামেন্ট ফেইস: রাষ্ট্রপরিচালনায় জনগনের ভ‚মিকা কি? 
নূপুর আক্তার শীলা: একটি রাষ্ট্র পরিচালনায় অন্যদের মতোই জনগণ বিশেষ ভ‚মিকা পালন করে। বলতে গেলে সরকারি, প্রশাসনিক ব্যক্তিবর্গের চেয়ে কোন অংশ কম নয়। সাধারণ জনগণ রাষ্ট্রের কাছ থেকে অনেক সুযোগ-সুবিধা ভোগ করে থাকলেও তারাও কিন্তু রাষ্ট্রপরিচালনার জন্য অনেক ভ‚মিকা পালন করে থাকেন তাদের কর্মকান্ডের দ্বারা যা একটি রাষ্ট্র পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন, শান্তির ভয়ে অপরাধ না করা, দেশের আইন মান্য করা, শৃঙ্খলা বজায় রাখা, রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ এবং নিয়মিত ট্যাক্স প্রদান করা। এগুলো যদি না করতো, জনগণ তবে রাষ্ট্রে অরাজকতা, বিশৃঙ্খলা, অনিয়ম দেখা দিত। যার ফলে রাষ্ট্রপরিচালনায় বাঁধাগ্রহণ হতো। 

দ্য পার্লামেন্ট ফেইস: তরুণ ভোটার হিসেবে কেমন জনপ্রতিনিধি নির্বাচন করবেন? 
নূপুর আক্তার শীলা: বর্তমান যুগে একজন তরুণী ভোটার হিসেবে আমি এমন একজন জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই। যিনি কিনা সাধারণ হত-দরিদ্র মানুষের দু:খ কষ্ট অনুধাবণ করতে পারবে। সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করবে। প্রতিটি সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করবে। তাদের জন্য উন্নয়নমূলক কাজ করবে, যাতে তারা উপকৃত হয়। আমি একজন তরুণী ভোটার হিসেবে এমন একজন জণপ্রতিনিধিই কাম্য করব। 

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 703 বার।




সর্বশেষ আপডেট

মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল : ওবায়দুল কাদের প্রস্তাবিত বাজেট সার্বিকভাবে গ্রামীণবান্ধব : পরিকল্পনামন্ত্রী ভারতের ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্র এবং মানব সম্পদ মন্ত্রীর বৈঠক দায়িত্ব গ্রহণের পর প্রথম রোমানিয়ায় রাজা তৃতীয় চার্লস যারা থাকছেন এরদোগানের শপথ অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠার বাজেট : হানিফ অজাতশত্রু আফছারুল আমীনের মৃত্যু দলের জন্য ক্ষতি: হাছান মাহমুদ ইউক্রেনে রাশিয়ার জয় নিয়ে আত্মবিশ্বাসী পুতিন চীনের প্রতিরক্ষামন্ত্রীর আলোচনা প্রত্যাখান দুর্ভাগ্যজনক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার হাসিনা ও এরদোয়ানের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে অর্থনীতি প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে : স্পিকার শিশু কল্যাণ বোর্ড শিশুদের উন্নয়নে কাজ করবে : সমাজকল্যাণ মন্ত্রী সামরিক জোটের আধুনিকায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র ও জাপান লাতিন আমেরিকায় ডলার বাদ দিয়ে অভিন্ন মুদ্রা চালুর প্রস্তাব মার্কিন ভিসা নীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি : তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধে ফারুকের ভূমিকা অবিস্মরণীয় : প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান শপথ নেবেন ৩ জুন