ঢাকা, শুক্রবার, মার্চ ২৯ ২০২৪,

এখন সময়: ১১:৪১ মিঃ

পদ্মা সেতু উদ্বোধনের আগে অন্তর্ঘাতের আশঙ্কা আছে : ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ: | ০৭:২৬ মিঃ, জুন ১৪, ২০২২



সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে একাধিক অগ্নিকাণ্ডের পেছনের ঘটনাগুলো সরকার খতিয়ে দেখছে, এ তথ্য জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের আগে এসব ঘটনা নাশকতা না কি স্বাভাবিক, তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’ ১২ জুন রোববার পদ্মা সেতুর সর্বশেষ অবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিপোতে, ট্রেনে অগ্নিকাণ্ডসহ বেশকিছু ঘটনা ঘটেছে। পদ্মা সেতু উদ্বোধনকে সামনে রেখে এ ধরনের ঘটনা নাশকতা কি না? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘অন্তর্ঘাত? হতেও পারে। সেটা পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। গোয়েন্দাদের কাছে কিছু খবরও আছে।’

‘সাম্প্রতিককালে যে অগ্নিকাণ্ডগুলো হয়েছে বিভিন্ন জায়গায়, এটা কি এমনিতেই হচ্ছে, না কি কেউ করাচ্ছে; পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে এ ধরনের অন্তর্ঘাতের আশঙ্কা আমাদের আছে। আগেও ছিল, এখনও আমাদের সেই আশঙ্কা আছে। অন্তর্ঘাত আছে কি না, তা তদন্তের পর বলা যাবে।’পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্বব‌্যাংক, মুহাম্মদ ইউনুস, বেগম জিয়া সবাইকে দাওয়াত দেয়া হবে। প্রক্রিয়া শুরু হয়েছে। কার্ডও ছাপা হয়ে গেছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু শেখ হাসিনার স্বপ্নের সেতু। এই সেতু আমাদের সামর্থ্য ও সক্ষমতা সেতু। ইটস নট আ ড্রিম, ইটস রিয়েলিটি। এই সেতু একদিকে সম্মান ও মর্যাদার প্রতীক, অন্যদিকে আমাদের যে অপমান করা হয়েছে এর প্রতিশোধের প্রতীক।’‘বিশ্বব্যাংক অর্থায়ন থেকে সরে যাওয়ার পর শেখ হাসিনা সেদিন জোর গলায় বলেছিলেন, আমরা আমাদের নিজের অর্থায়নে পদ্মা সেতু করব। সেদিন অনেকেই বিদ্রুপ করেছিল। কিন্তু, স্বপ্নের পদ্মা সেতু ঠিকই হয়েছে।’

পদ্মা সেতু নির্মাণে নদীশাসন থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার তথ্য তুলে ধরে ওবায়দুল কাদের জানান, পদ্মা সেতু দ্বিতল। রেলের ডাবল স্টেক কন্টেইনার লোড ১২১০০ কোটি টাকা; নদীশাসন ১৪ কিলোমিটার- ৯৪০০ কোটি টাকা; রিসেটেলমেন্ট খরচ ১৫০০ কোটি টাকা; ভূমি অধিগ্রহণ ২৭০০ কোটি টাকা; ৬ লেন সংযোগ সড়ক (১২ কিলোমিটার) ১৯০৭ কোটি টাকা; কনসালটেন্সি, সেনা নিরাপত্তা, কনস্টাকশন ইয়ার্ড ও অন্যান্য ব্যয় ২৫০০ কোটি টাকা। পদ্মা সেতু বাস্তবায়নে নদীর দুই তীরের যারা তাদের পৈত্রিক ভিটেমাটি ত‌্যাগ করেছেন, সেই মানুষদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘তারা ত্যাগ স্বীকার না করে না করলে পদ্মা সেতু হতো না।’সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নিয়ে যতই সমালোচনা হয়েছে, ততই মনোবল দৃঢ় হয়েছে। শেষ পর্যন্ত বিশ্বব্যাংক বলেছে, পদ্মা সেতু থেকে সরে যাওয়া ভুল হয়েছে। শেখ হাসিনা প্রমাণ করেছেন যে, আমরাও পারি।’

তিনি বলেন, ‘বিভিন্ন দিক দিয়ে পদ্মা সেতু বিশ্ব রেকর্ড করেছে। ভূমিকম্প বেয়ারিং টেস্ট করার জন‌্য চীন থেকে আমেরিকায় নিয়ে যেতে এবং আনতে শুধু প্লেন ভাড়াই খরচ হয়েছে ২ কোটি টাকা।’তিনি জানান, আগামী ৩৫ বছরে সরকারকে ৩৬ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে। কারণ, এই সেতুটি করতে যে টাকা ব‌্যয় হয়েছে, তা সেতু বিভাগ সরকারের কাছ থেকে ঋণ নিয়েছে। এ সময় সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, দপ্তর সম্প‌াদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 332 বার।




সর্বশেষ আপডেট

তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক