ঢাকা, শুক্রবার, মার্চ ২৯ ২০২৪,

এখন সময়: ০১:০৭ মিঃ

ব্রাজিলে সার সরবরাহের নিশ্চয়তা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক: | ১১:০০ মিঃ, জুন ২৮, ২০২২



রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, দক্ষিণ আমেরিকার এ কৃষি প্রধান দেশে প্রয়োজনীয় সার সরবরাহ বজায় রাখার ব্যাপারে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ। ব্রাসিলিয়ায় বক্তব্য দেয়ার সময় বোলসোনারো বলেন, এ দুই নেতা টেলিফোনে ‘খাদ্য নিরাপত্তা’ ও ‘জ্বালানি নিরাপত্তাহীনতা’ নিয়ে আলোচনা করেন। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি। এ ফোনালাপের বিষয়ে নিজেদের দেয়া এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, পুতিন জোরদিয়ে বলেছেন, ব্রাজিলের কৃষকদের রাশিয়ার বাধাহীন সার সরবরাহের নিশ্চয়তার ব্যাপারে রাশিয়ার বাধ্যবাধকতা পালনে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ।  

ওই বিবৃতিতে আরও বলা হয়, পুতিন খাদ্য পণ্য ও সারের অবাধ বাণিজ্য কর্মকৌশল পুনঃস্থাপনের আহ্বান জানান, যা রাশিয়ার ইউক্রেন অভিযান প্রশ্নে মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে মুখ থুবড়ে পড়ে।কৃষি মন্ত্রণালয় জানায়, কৃষিজাত শস্য উৎপাদনের আন্তর্জাতিক শক্তি ব্রাজিল তাদের দেশের জন্য প্রয়োজনীয় সারের ৮০ শতাংশেরও বেশি আমদানি করে থাকে।

আর এসব সারের ২০ শতাংশেরও বেশি কেবলমাত্র রাশিয়া থেকে আমদানি করে ব্রাজিল।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 294 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

০১:২০ মিঃ, সেপ্টেম্বর ৫, ২০১৯

ভারত-চীন বৈঠক স্থগিত

সর্বশেষ আপডেট

তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক