ঢাকা, শুক্রবার, মার্চ ২৯ ২০২৪,

এখন সময়: ০৩:১৮ মিঃ

দলের পদ ছাড়লেন মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক: | ০৪:০৫ মিঃ, ডিসেম্বর ১৭, ২০২২



আধুনিক মালয়েশিয়ার রূপকার ও দুই দশকের সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ তার রাজনৈতিক দল পেজুয়াংয়ের চেয়ারপারসনের পদ থেকে পদত্যাগ করেছেন। সম্প্রতি দেশটির জাতীয় নির্বাচনে মাহাথিরসহ তার জোটের সবাই বিপুল ব্যবধানে পরাজিত হন। স্থানীয় সময় ১৬ ডিসেম্বর শুক্রবার গণমাধ্যমে এ তথ্য জানান পেজুয়াং দলের একজন নেতা। ২০২০ সালে নতুন করে ‘পেজুয়াং’ দলটি প্রতিষ্ঠা করেন মাহাথির। আগামী ১৪ জানুয়ারি পেজুয়াং দলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন মাহাথির মোহাম্মদ।দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দেশটির ১৫তম সাধারণ নির্বাচনের আগে মালয়ভিত্তিক দল, এনজিও, শিক্ষাবিদ এবং পেশাদারদের জোট গেরাকান তানাহ আয়ের (জিটিএ) যে জোট গঠন করেছিলেন সেটির চেয়ারম্যান হিসেবে মাহাথির এখনও বলবৎ আছেন। যদিও জিটিএ জোট ১৫তম সাধারণ নির্বাচনে ১৫৮ জন প্রার্থী দিয়েছিল, যার মধ্যে ১১৬ জন সংসদীয় আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে, এই জোটের প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থী নির্বাচনে হেরে যায়।

মাহাথির মোহাম্মদ এবং তার ছেলে মুখরিজ মাহাথির যথাক্রমে লাংকাউই এবং জারলুনে প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশেরও কম ভোট পাওয়ার পরে তাদের জামানত হারিয়েছেন। দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার শাসন করা ৯৭ বছর বয়সী এই নেতা এবারের নির্বাচনে নিজের সংসদীয় আসন ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। এই আসনে জিতেছেন দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন জোটের প্রার্থী। ওই আসনে পাঁচ প্রার্থীর মধ্যে মাহাথির চতুর্থ হয়েছেন। ৫৩ বছরের মধ্যে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে হেরে যান মালয়েশিয়ার প্রবীন রাজনীতিবিদ ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত আমনোর দলের রাষ্ট্রপতি এবং বারিসান নাসিওনালের চেয়ারম্যান ছিলেন, সেই সময় তিনি প্রধানমন্ত্রীও ছিলেন। তিনি ২০১৬ সালে আমনো ত্যাগ করেন এবং পার্টি প্রিবুমি বারসাতু মালয়েশিয়া (বারসাতু) প্রতিষ্ঠা করেন। যা পিকেআর, ডিএপি, আমানাহ এবং আপকোর সাথে পাকাতান হারাপান জোটের অংশ ছিল। ২০২০ সালে বারসাতু সভাপতি মুহিদ্দিন ইয়াসিন এবং বারিসান নাসিওনালের সাথে জোট সরকার গঠনে দলকে নেতৃত্ব দেয়ার পরে তিনি বারসাতু ছেড়ে চলে যান। মাহাথির ওই বছরের শেষের দিকে পেজুয়াং প্রতিষ্ঠা করেন।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 192 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক