ঢাকা, মঙ্গলবার, মার্চ ১৯ ২০২৪,

এখন সময়: ১২:১২ মিঃ

দ্য পার্লামেন্ট ফেইস: ইয়ং ভয়েস

নিউজ ডেক্স | ০৫:৩১ মিঃ, জুলাই ১৮, ২০১৮



তানজুম তামান্না

দ্য পার্লামেন্ট ফেইস ইয়ং ভয়েস এর মুখোমুখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে সদ্য এমবিএ করা তানজুম তামান্না। ভোটার হয়েছেন তবে এখনো ভোট দেয়া হয়নি তার। ২০১৮ সালের নির্বাচনে পরিবেশ ভালো থাকলে নির্বাচনী এলাকা সিদ্দীক বাজারে ভোট দেয়ার প্রত্যাশা রাখেন।

দ্য পার্লামেন্ট ফেইস: একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আসছে জাতীয় নির্বাচন অনুষ্ঠান কেমন প্রত্যাশা করেন?

তামান্না: স্বচ্ছ একটা নির্বাচন অনুষ্ঠান দেখতে চাই। ভোট কেন্দ্রে সুন্দর ও নিরাপদ পরিবেশসহ নিরপেক্ষ একটা নির্বাচন দেখতে চাই সবদলের অংশগ্রহণে সুন্দর একটা নির্বাচন প্রত্যাশা করি।

দ্য পার্লামেন্ট ফেইস: কেমন বাংলাদেশের সপ্ন দেখেন?

তামান্না: দূর্নীতিমুক্ত এবং যুবকরা কাজ করছে এমন বাংলাদেশের স্বপ্ন দেখি।

দ্য পার্লামেন্ট ফেইস: আপনার স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করতে একজন জনপ্রতিনিধির কি ধরনের দায়িত্ব ও কর্তব্য থাকা দরকার বলে মনে করেন?

তামান্না: জনপ্রতিনিধিদের যে দায়িত্ব গুলি থাকা দরকার বলে আমি মনে করি তা হচ্ছে মানুষের মাঝে থেকে কাজ করতে হবে। মানুষের প্রয়োজনগুলি, সুবিধা ও অসুবিধাগুলি জানতে হবে।

দ্য পার্লামেন্ট ফেইস: নির্ভেজাল ভালোবাসা - ব্যাখ্যা দিবেন কিভাবে?

তামান্না: ভালোবাসা ব্যাপারটা আসলে আপেক্ষিক তবে নির্ভেজাল ভালোবাসাটা শুধু বাবা মায়ের কাছে থেকেই আশা করা যায় এবং নাগরিক হিসেবে দেশের জন্য কর্তব্য থাকাটা সুনাগরিকের এক ধরনের প্রধান লক্ষ্য হওয়া উচিৎ।
 

কুলসুম রুমা

দ্য পার্লামেন্ট ফেইস ইয়ং ভয়েস এর মুখোমুখি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী উম্মে কুলসুম রুমা। ভোটার হয়েছেন উত্তরবঙ্গের নওগাঁ জেলার আত্রায় থানার বান্দাইপাড়া গ্রামে । স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিয়েছেন।

দ্য পার্লামেন্ট ফেইস: একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আসছে জাতীয় নির্বাচন অনুষ্ঠান কেমন প্রত্যাশা করেন?

রুমা: আমাদের এলাকায় দেখা গেছে, অনেক মানুষ গত নির্বাচনে ভয়ে ভোট কেন্দ্রেই যায় নাই। এই বার একটি সুষ্ট নির্বাচন চাই। দেশের সকল বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ অবশ্যই গুরুত্বপূর্ণ। সকল দল নির্বাচনে অংশগ্রহণ না করলে সেই নির্বাচন তো জনগন গ্রহণ করবে না।

দ্য পার্লামেন্ট ফেইস: কেমন বাংলাদেশের সপ্ন দেখেন?

রুমা: আমি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে সবশ্রেণীর মানুষ কাজের ন্যায্য মূল্য পাবে।

দ্য পার্লামেন্ট ফেইস: আপনার স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করতে একজন জনপ্রতিনিধির কি ধরনের দায়িত্ব ও কর্তব্য থাকা দরকার বলে মনে করেন?

রুমা: আমি এখনো ছাত্রী। যদিও আমার মার্ষ্টাস শেষ হয়েছে। তবুও আমি বলতে চাই শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে যে বেকার সমস্যা গুলো হচ্ছে, যেমন আমি বার কাউন্সিলে একটা পরীক্ষা দিয়েছি, দশমাস চলে গেছে এখন পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি। বিসিএস বা জুডিশিয়াল যে পরীক্ষাই হোক তা মাসের পর মাস সময় লাগছে এর একটা সুরহা হওয়া দরকার। শুধু মাসের পর মাস নয়, এক বছর দুই বছর, তিন বছরও লাগছে। কখনো কখনো নিয়োগ হতে ৪ বছর পর্যন্ত সময় লেগে যায়,এমন দেশ আমার কাম্য নয়।

দ্য পার্লামেন্ট ফেইস: নির্ভেজাল ভালোবাসা- ব্যাখ্যা দিবেন কিভাবে?

রুমা: সর্বপ্রথম আমি নিজেকে ভালবাসি। তার পরে বাবা মা এবং দেশকে ভালবাসি ।
 

সেলিম রেজা বিজয়

দ্য পার্লামেন্ট ফেইস ইয়ং ভয়েস-এর মুখোমুখি বগুড়া শেরপুরের সন্তান ঢাকা স্ট্যামফোর্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেলিম রেজা বিজয়। শেরপুর-ধুনট আসনের ভোটার আগামী জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদী উন্নয়নশীল দেশ প্রতিষ্ঠায়।

দ্য পার্লামেন্ট ফেইস: একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আসছে জাতীয় নির্বাচন অনুষ্ঠান কেমন প্রত্যাশা করেন?

বিজয়: সুষ্ট ও সুন্দর পরিবেশের নির্বাচন দেখতে চাই। আনন্দের সঙ্গে ভোট দিতে চাই। দেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই

দ্য পার্লামেন্ট ফেইস: কেমন বাংলাদেশের সপ্ন দেখেন?

বিজয়: আমি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে সর্বস্তরের মানুষের কাজের জবাবদিহিতা নিশ্চিত হবে।

দ্য পার্লামেন্ট ফেইস: আপনার স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করতে একজন জনপ্রতিনিধির কি ধরনের দায়িত্ব ও কর্তব্য থাকা দরকার বলে মনে করেন?

বিজয়: জনপ্রতিনিধি এমন হওয়া উচিৎ যে জনসাধারনের কাঁধে কাঁধ মিলিয়ে সর্বোচ্চ দিয়ে জনগনের সেবা করে যাবে।

দ্য পার্লামেন্ট ফেইস: নির্ভেজাল ভালোবাসা - ব্যাখ্যা দিবেন কিভাবে?

বিজয়: বাবা-মা ও দেশকে ভালবাসা। আমি মনে করি এই তিনটি ক্ষেত্রেই শুধু নির্ভেজাল ভালোবাসা হয়।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 17222 বার।




সর্বশেষ আপডেট

বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আগামীকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ভারতে লোকসভা নির্বাচনের তফশিল ঘোষণা দেশবাসীর উদ্দেশে খোলা চিঠিতে যা লিখলেন মোদি ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই আর নেই নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো ব্যবস্থা নেই : সেতুমন্ত্রী নিত্যপণ্যের ওপর শুল্ক আরোপ না করাটাই যৌক্তিক : বাণিজ্য প্রতিমন্ত্রী ভাষাসৈনিক বিশিষ্ট আইনজীবী গোলাম আরিফ টিপুর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু মুক্তির পর প্রথম প্রকাশ্যে এলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সিন্ডিকেটের সঙ্গে বিএনপির সংযোগ আছে কি না তলিয়ে দেখতে হবে : সেতুমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ সারা বিশ্বের মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন