ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৮ ২০২৪,

এখন সময়: ০২:৩৯ মিঃ

শক্তিশালী ফণী আঘাত হানবে শুক্রবার সন্ধ্যায়

ডেস্ক নিউজ: | ০৪:৩৬ মিঃ, মে ২, ২০১৯



ঘূর্ণিঝড় ফণী ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে না গিয়ে সরাসরি বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমদ। বৃহস্পতিবার ( ২ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদফতরে  এক ব্রিফিংয়ে তিনি জানান,ফণীর গতি বেড়ে এটি আরও শক্তিশালী হয়েছে। শুক্রবার বিকেল কিংবা সন্ধ্যা নাগাদ ফণী সরাসরি কিংবা ভারত হয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে।

সামছুদ্দিন আহমদ বলেন,  এটি যদি সরাসরি বাংলাদেশে আঘাত হানে তবে তা রূপ নেবে সুপার সাইক্লোনে। আমরা বৃহস্পতিবার সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে দেখেছি ফণী ধীরে ধীরে এগিয়ে আসছে। কিন্তু দুপুরের পূর্বাভাসে দেখা যাচ্ছে ফণী বেশ শক্তিশালী হয়ে গেছে। এখন তার গতি বেড়েছে।

এই আবহাওয়াবিদ বলেন, আগের পূর্বাভাসে বলা হয়েছিল ৪ মের পর এটি আঘাত হানতে পারে। কিন্তু এখন মনে হচ্ছে তার আগেই আগামীকাল শুক্রবার বিকেল কিংবা সন্ধ্যা নাগাদ এটি সরাসরি কিংবা ভারত হয়ে বাংলাদেশে আঘাত হানবে। তবে যদি এটি বাংলাদেশে সরাসরি আঘাত হানে তাহলে সুপার সাইক্লোনের মত রূপ নিতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘূর্ণিঝড় ফণী ভারতের ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ঘূর্ণিঝড় হলেও বাংলাদেশের জন্য তেমন কোনো রেকর্ড নেই। কারণ এর আগে ১৯৯১ ও ২০০৭ সালে ঘুর্ণিঝড় হয়। সেসময়ও বাতাসের গতিবেগ ছিল ২২০ থেকে ২২৫ এর মত। সে তুলনায় ফণীর  গতিবেগ সর্বোচ্চ ১৮০ থেকে ২০০ পর্যন্ত হতে পারে। যা বর্তমানে ঘন্টায় ১৬০ থেকে ১৮০ গতিবেগে চলছে।

এর আগে দুপুর বারোটায় আবহাওয়ার সর্বশেষ তথ্য ও ঘূর্ণিঝড় ফণীর সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে পরিচালক বলেন, ঘুর্ণিঝড় ফণী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। বাংলাদেশের সামুদ্রিক বন্দর মংলা থেকে এটি ৯০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে এটি আগামীকাল সকাল নাগাদ ভারতের উড়িষ্যা ও পশ্চিম বঙ্গের উপকূল অতিক্রম করতে পারে। ওই এলাকা সমূহ অতিক্রম করে এটি বাংলাদেশের খুলনা এবং আশপাশের যে উপকূলীয় অঞ্চল রয়েছে এসমস্ত এলাকায় ঘূর্ণিঝড়টি আগমন করতে পারে। এসময় এর বাতাসের গতিবেগ থাকবে ১০০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘন্টায়। বর্তমানে পশ্চিম বঙ্গোপসাগরে এর গতিবেগ আছে ঘন্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার।

জ্যেষ্ঠ এই আবহাওয়াবিদ বলেন, আগামীকাল বিকেল থেকে ঘুর্ণিঝড়ের প্রভাবে দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও মেঘাচ্ছন্ন এবং হালকা বৃষ্টি হতে পারে। এটি হবে ফণীর অগ্রভাগের প্রভাবে। এছাড়া উপকূলীয় অঞ্চলগুলোতে ৪ থেকে ৫ ফুট স্বাভাবিকের চেয়ে বেশি জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় সেসময় ঘন্টায় ৯০ থেকে ১০০ বেগে দমকা বা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। এজন্য সমুদ্রে চলাচল করা নৌযান ও ট্রলারসগুলোকে সাবধানে চলাচলের জন্য বলা হয়েছে।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 16211 বার।




সর্বশেষ আপডেট

তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী আব্দুল হাই এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক