ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৬ ২০২৪,

এখন সময়: ০১:১৪ মিঃ

দিশাহীন কংগ্রেস : দলের হাল কে ধরবেন,

ডেস্ক নিউজ | ০২:৩৭ মিঃ, জুন ২২, ২০১৯



দলের হাল কার হাতে থাকবে, তা স্পষ্ট নয়। এ দিকে বিজেপিকে নিশানা করা যায়, এমন হাতিয়ার একের পর এক হাতছাড়া হয়ে যাচ্ছে। দলের সভাপতি পদে তিনি থাকবেন না বলে রাহুল গাঁধী ফের জানিয়ে দেওয়ার পর কার্যত বিভ্রান্ত কংগ্রেসের অন্দরমহল।

কংগ্রেস নেতারা মনে করছেন, রাহুল গাঁধী যদি সত্যিই আর কংগ্রেস সভাপতি পদে থাকতে না-চান, তা হলে নতুন সভাপতির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। কিন্তু কী ভাবে এবং কবে নতুন সভাপতির নাম ঠিক হবে, তার সবটাই ধোঁয়াশায় ঢাকা। কংগ্রেস কর্মসমিতির এক সদস্য বলেন, ‘‘রাহুল কর্মসমিতির কাছে পদত্যাগের কথা জানালেও, কমিটি তা খারিজ করে দিয়ে সিদ্ধান্ত নিয়েছিল, রাহুলই দলের সভাপতি থাকবেন। কর্মসমিতির সিদ্ধান্ত সভাপতিও মানতে বাধ্য। এখন রাহুল যদি সত্যিই অনিচ্ছুক হন, তবে ফের কর্মসমিতির বৈঠক ডেকে তাঁকে অব্যাহতি দিতে হবে। তার আগে নতুন সভাপতি কে হবেন, তা নিয়েও আলোচনা সেরে ফেলতে হবে।’’ 

কংগ্রেস নেতারা দেখছেন, বিহারে এনসেফেলাইটিসে মৃত্যু, বিজেপির তেলুগু দেশম থেকে সাংসদদের ভাঙিয়ে নেওয়ার মতো বিষয় হাতছাড়া হয়ে যাচ্ছে। নেতৃত্ব নিয়ে বিভ্রান্ত কংগ্রেস কোমর বেঁধে নামতেই পারছে না। এরই মধ্যে আজ যোগ দিবসে সেনা জওয়ানদের সঙ্গে সেনার প্রশিক্ষিত সারমেয়-বাহিনীর যোগাসনের ছবিকে ‘নতুন ভারত’ বলে টুইট করে বিজেপির সমালোচনার মুখে পড়েছেন রাহুল। সেনাকে অপমান করা ও নেতিবাচক মনোভাবের জন্য রাহুলের সমালোচনা করেছেন অমিত শাহ, রাজনাথ সিংহ। অমিত শাহ কটাক্ষ করে বলেছেন, ‘‘ইতিবাচক মনোভাব দিয়েই কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করা যায়।’’ আর রাজনাথের মন্তব্য, ‘‘ভগবান সুবুদ্ধি দিন।’’

গত কাল সংসদে রাষ্ট্রপতির বক্তৃতার সময় মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন। এতে রাষ্ট্রপতিকে অসম্মান করার অভিযোগের মুখে পড়েছিলেন। রাষ্ট্রপতির কঠিন হিন্দি বুঝতে মোবাইলের সাহায্য নিচ্ছিলেন বলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা বলেও বিতর্ক থামেনি। কংগ্রেসের একাংশ নেতাদের ক্ষোভ, জরুরি বিষয়ে দল মাঠে নামছে না। অথচ রাহুলের জন্য বিজেপি অকারণে হাতিয়ার পেয়ে যাচ্ছে। এর জন্য ‘টিম রাহুল’-কেই দুষছেন কংগ্রেসের প্রবীণ নেতারা। 

রাহুল গত কাল ফের জানিয়ে দিয়েছেন, তিনি সভাপতি পদে থাকবেন না। নতুন সভাপতি বাছাইয়ের প্রক্রিয়ায় নাকও গলাবেন না। মুশকিল হল, রাহুল ছাড়া অন্য কেউ সভাপতি হলে সকলে প্রশ্নাতীত ভাবে তাঁকে মেনে নেবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সূত্রের খবর, আহমেদ পটেল, এ কে অ্যান্টনির মতো নেতারা এখনও মনে করছেন, সঙ্কটের এই সময়ে গাঁধী পরিবারের হাতেই এই দলের ব্যাটন থাকা উচিত।

সূত্র :আনন্দবাজার 

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 16125 বার।




সর্বশেষ আপডেট

বিটিভির মহাপরিচালক দুর্নীতিবাজ কবে ওএসডি হবে? তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে : রেলপথ মন্ত্রী পাঁচ হাজার বছরের জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : সেতুমন্ত্রী