এনআরসি ইস্যুতে ভারত কাউকে বাংলাদেশে পুশ করবে না

ডেস্ক নিউজ:  | ০৮:১৭ মিঃ, নভেম্বর ২৫, ২০১৯



পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের জাতীয় নাগরিকপঞ্জি-এনআরসির প্রভাব বাংলাদেশে পড়বে না। ভারত কাউকে বাংলাদেশে পুশ করবে না। ভারত সরকার আমাদের বারবার বলেছে, এনআরসি তাদের অভ্যন্তরীণ সমস্যা।

রোববার সিলেট সফরে এসে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি রোববার দুপুরে সিলেট জেলা পরিষদের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ নেন।

জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর প্রায় দুই কোটি শিক্ষার্থীকে বৃত্তি দেন। এতে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ে। বিশেষ করে নারী শিক্ষার অগ্রগতিতে শিক্ষা বৃত্তি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি আরও বলেন, একজন নারী শিক্ষিত হলে একটি পরিবার, একটি গ্রাম সর্বোপরি দেশ শিক্ষিত হয়। তাই শিক্ষাক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লে পুরো দেশ উপকৃত হবে।

সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ বছর ২১৮ শিক্ষার্থীকে ১৫ লাখ ৭ হাজার ৫০০ টাকা বৃত্তি দেওয়া হয়।

সম্প্রতি ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে মানুষের আসা বেড়ে গেলে নানা আলোচনার সৃষ্টি হয়। এই মাসে গত শনিবার পর‌্যন্ত মহেশপুর সীমান্ত দিয়ে ২৩৪ জন প্রবেশ করেছে, যাদের আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি।

ভারতীয় নাগরিকের অনুপ্রবেশের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে মন্ত্রী মোমেন বলেন, “কিছু ফড়িয়া ভারতের দরিদ্র মানুষকে প্রলোভন দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশে এলে সরকার খাবারের ব্যবস্থা করবে এমন আশ্বাস দিয়ে মানুষকে নিয়ে আসে। তবে এসব তৎপরতা ঠেকাতে কাজ করছে সীমান্তরক্ষা বাহিনী।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিকের চিফ পেট্রন ড. আহমদ আল কবীর, জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিংহ প্রমুখ।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 15974 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

০৮:১৫ মিঃ, সেপ্টেম্বর ৯, ২০১৯

এসএমই নীতিমালার খসড়া অনুমোদন

সর্বশেষ আপডেট

পরের জন্মে বাংলায় জন্ম নিতে চান মোদী পশ্চিমবঙ্গে শেষ হলো দ্বিতীয় দফার ভোটগ্রহণ উপজেলা নির্বাচনে অংশগ্রহন করায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী বিটিভির মহাপরিচালক দুর্নীতিবাজ কবে ওএসডি হবে? তিন মাসে ব্রিটিশ রাজপরিবারের ৩ সদস্যের ক্যানসার শনাক্ত পররাষ্ট্রনীতিতে ফ্লপ বাইডেন ও ট্রাম্প রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে : ব্লিঙ্কেন পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ৭ সিদ্ধান্ত আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ জিল্লুর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা : মতিয়া চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কাজে জনগণের কল্যাণের বিষয়ে লক্ষ্য রাখতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ : সেতুমন্ত্রী বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে : এনামুল হক শামীম পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন