ঢাকা, রবিবার, জানুয়ারি ১৯ ২০২৫,

এখন সময়: ০১:২৮ মিঃ

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছিল : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ: | ১০:৪৬ মিঃ, ফেব্রুয়ারি ২১, ২০২৪



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাষা আন্দোলনে জাতির পিতার অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছে। আমরা সে সময়কার গোয়েন্দাদের প্রতিবেদন নিয়ে বই বের করেছি। সেসব গোয়েন্দা প্রতিবেদনে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান উঠে এসেছে। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক ২০২৪ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘২১ ফেব্রুয়ারি মাতৃভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সারা পৃথিবী আন্তর্জাতিক ভাষা দিবস পালন করে। বিশ্বের বিভিন্ন দেশের হারিয়ে যাওয়া মাতৃভাষা সংরক্ষণ ও গবেষণার জন্য একটি ইনস্টিটিউট করে দিয়েছি। আজকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজনকে আমরা একুশে পদক দিতে পেরে আনন্দিত, গর্বিত। সমাজে আরো অনেক গুণী আছে। একসঙ্গে তো সবাইকে দেয়া সম্ভব নয়। তবে ত্যাগী এই মানুষদের খুঁজে বের করা সমাজের উচ্চ শ্রেণির দায়িত্ব।’শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা মাতৃভাষার অধিকার আদায়ের সংগ্রাম গড়ে তুলেছিলেন, তার পথ বেয়ে এসেছে আমাদের স্বাধিকার।

দুঃখের বিষয়, ভাষা আন্দোলনে জাতির পিতার অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছে। আমরা সে সময়কার গোয়েন্দাদের প্রতিবেদন নিয়ে বই বের করেছি। সেসব গোয়েন্দা প্রতিবেদনে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান উঠে এসেছে। অনেকে বলেন, তিনি তো জেলে ছিলেন। আসলে তিনি জেলে ছিলেন কেন? আন্দোলন গড়ে তুলেছেন বলেই তো।’ মঙ্গলবার প্রধানমন্ত্রী ২১ বিশিষ্ট জনের হাতে ‘একুশে পদক ২০২৪’ তুলে দেন। এবার পদকপ্রাপ্তদের ১৮ ক্যারেট স্বর্ণের তৈরি ৩৫ গ্রাম ওজনের একটি করে পদক, চার লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন, শিল্পকলা, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২১ বিশিষ্ট নাগরিককে ‘একুশে পদক ২০২৪’ দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সরকার।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 35 বার।




সর্বশেষ আপডেট

সবাই মিলে প্রিয় বাংলাদেশকে সাজাতে চাই: জামায়াত আমির ঐক্যের যুদ্ধে আমাদের ব্যর্থতা রয়েছে: মির্জা ফখরুল শাহবাগে গণঅভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ জুলাই গণঅভ্যুত্থানে আহতদের স্বাস্থ্যকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন সংস্কার নাকি নির্বাচন, এ জিজ্ঞাসা অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ও কূটতর্ক দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের শেষ রক্ষা হলো না বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ২৭ টাকা কেজি দরে ভারত থেকে এলো ৪৬৮ টন আলু রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না: ফখরুল বিজয় দিবসে বিএনপির একগুচ্ছ কর্মসূচি গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাস করলো জাতিসংঘ ভাসানীর সাহসী ভূমিকা আত্মনির্ভরশীল দেশ গঠনে প্রেরণা জোগাবে
Designed & Developed by TechSolutions Bangladesh